ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ইতিহাসে ১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৮:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৫

ইতিহাসে ১ ফেব্রুয়ারি

সংগৃহীত

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে ১ ফেব্রুয়ারি বছরের ৩২তম দিন। বছরের শেষ হতে আরও ৩৩৩ দিন (অধিবর্ষে ৩৩৪) বাকি থাকে। এই দিনে ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে, জন্মগ্রহণ করেছেন বহু বিখ্যাত ব্যক্তি এবং কিছু বিশিষ্ট ব্যক্তির প্রয়াণ ঘটেছে।
এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা, বিশ্বজুড়ে পালিত দিবস, এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যু সম্পর্কে আরও বিস্তারিত জানলে দিনটির গুরুত্ব আরও ভালোভাবে বোঝা যায়। চলুন দেখে নেই কি ঘটেছিলো আজকের দিনে?


উল্লেখযোগ্য ঘটনাবলী
১৭২৬: কলকাতায় হেনরি লায়লের সভাপতিত্বে প্রথম ফোর্ট উইলিয়ামে "মেয়র'স কোর্ট" প্রতিষ্ঠিত হয়।
১৮২৭: কলকাতা শহরে বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
১৮৩১: কলকাতায় বুশ ক্লাবের উদ্যোগে প্রথম চারুকলা প্রদর্শনীর উদ্বোধন।
১৮৩৬: চার্লস মেটকাফ প্রেস আইন বলবৎ করেন।
১৮৫৫: কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
১৮৬২: বঙ্গীয় আইনসভার (বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল) প্রথম সভা অনুষ্ঠিত হয়।
১৮৮৪: অক্সফোর্ড ইংলিশ ডিকশনারীর প্রথম খণ্ড (A to Ant) প্রকাশিত হয়।
১৯০৫: বারাসত-বসিরহাট রেলপথ জনসাধারণের জন্য উন্মুক্ত হয়।
১৯৪২: ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়।
১৯৭২: প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল।
২০২১: মিয়ানমারে সেনা অভ্যুত্থান, অং সান সু চি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটক করা হয়।


জন্ম
১৫৬১: হেনরি ব্রিগস, ব্রিটিশ গণিতজ্ঞ।
১৯০২: অনিলকুমার দাস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি জ্যোতির্বিজ্ঞানী।
১৯৩০: শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশের ত্রয়োদশ ও পঞ্চদশ রাষ্ট্রপতি।
১৯৩১: ইয়াজউদ্দিন আহম্মেদ, বাংলাদেশের অষ্টাদশ রাষ্ট্রপতি।
১৯৬৯:গাব্রিয়েল বাতিস্তুতা, আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়।
১৯৮৭: রোন্ডা রাউজি, মার্কিন মিশ্র মার্শাল শিল্পী ও অভিনেত্রী।
১৯৯৪: হ্যারি স্টাইলস, ইংরেজ গায়ক ও গীতিকার।


মৃত্যু
১৯৪৮: যতীন্দ্রমোহন বাগচী, ভারতীয় বাঙালি কবি।
১৯৭৬: ওয়ার্নার হাইজেনবার্গ, নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী।
২০০৩: কল্পনা চাওলা, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী।
এই দিনটি ইতিহাসের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম এবং মৃত্যু দ্বারা সমৃদ্ধ। বিশ্বজুড়ে একাধিক রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের সাক্ষী হয়ে আছে ১ ফেব্রুয়ারি।


সূত্র:https://tinyurl.com/4cs7kjs9

আফরোজা

×