ছবিঃ সংগৃহীত
শিশুর সঠিক মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশ নিশ্চিত করা মা-বাবার অন্যতম প্রধান দায়িত্ব। আধুনিক যুগে শিশুদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, যত্ন এবং ভালোবাসা। বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর বিকাশের প্রতিটি ধাপে মা-বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুর সঠিক বিকাশে মা-বাবার করণীয় কী?
সন্তান যখন এক বা দুই বছরে হামাগুড়ি দিয়ে হাটতে শুরু করে, তখন তার শিক্ষার বেশি কিছু নেই। বাচ্চা ১-৪ বছরের মধ্যে মা-বাবার বুকের মধ্যে থাকে। তখন বাচ্চার মস্তিষ্কে ভালো জিনিসগুলো ঢুকিয়ে দিতে হয়।
পিতা-মাতা কেমন আচরণ করছে, পিতা-মাতা হেসে কথা বলছে, তাহলে সন্তানও হেসে কথা বলা শিখবে। বাচ্চাকে শিক্ষামূলক বই কিনে দিতে হবে, সহমর্মিতা, সহনশীল হওয়ার শিক্ষা দিতে হবে। বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা ও বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা শিখাতে হবে।
বাচ্চা সকালে উঠবে, টয়লেটে যাবে, দাঁত ব্রাশ করবে সেই সাথে কীভাবে টুথপেষ্ট লাগাতে হয় তা শিখবে। ব্রাশ ব্যবহার করার পর কীভাবে আগামী দিনের জন্য রেখে দিতে হবে তাও শিখবে। পড়ার সময় পড়তে হবে, খেলার সময় খেলতে হবে এগুলো ছোট বয়সেই বাচ্চাকে শিখাতে হয়।
শিশুর সঠিক বিকাশে মা-বাবার ভালোবাসা, সঠিক দিকনির্দেশনা, এবং সহমর্মিতা সবচেয়ে বড় ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সফল প্রজন্ম গড়ে তুলতে মা-বাবার এই ভূমিকা অনস্বীকার্য।
রিফাত