ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ইতিহাসে ২২ জানুয়ারি

জনকন্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৪:২০, ২২ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৪:২৪, ২২ জানুয়ারি ২০২৫

ইতিহাসে ২২ জানুয়ারি

গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২তম দিন হলো ২২ জানুয়ারি। বছরের শেষ হতে আরও ৩৪৩ দিন (অধিবর্ষে ৩৪৪ দিন) বাকি রয়েছে। এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু আজও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ।

২২ জানুয়ারি তারিখে বিশ্বজুড়ে বহু ঘটনা সংঘটিত হয়েছে যা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। চলুন জেনে নিই ইতিহাসে ২২ জানুয়ারি!

ঘটনাবলী:
১৭৬০: ভারতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে ওয়ান্ডিসে যুদ্ধ শুরু হয়।

১৭৭১: ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেন সম্মত হয়।

১৮৭৯: ব্রিটিশ বাহিনী জুলুল্যান্ডে জুলু বাহিনীর হাতে নিশ্চিহ্ন হয়।

১৯০৫: রাশিয়ার ঐতিহাসিক রক্তাক্ত রবিবারের ঘটনায় সেন্ট পিটার্সবুর্গে এক লক্ষ বিশ হাজার শ্রমিক শীতপ্রাসাদ অভিমুখে মিছিল করলে নির্বিচারে গুলি চালনায় বহু শ্রমিক নিহত হয়।

১৯২৭: প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।

১৯৫৭: সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার।

১৯৬৩: ফ্রান্সের প্রেসিডেন্ট দ্যগল ও জার্মানির চ্যান্সেলর আডেনাউয়ার প্যারিসে ফ্রান্স-জার্মানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।

১৯৭২: বাংলাদেশকে স্বীকৃতি দেয় যুগোস্লাভিয়া।

১৯৭৩: নাইজেরিয়ায় যাত্রীবাহী বিমান ৭০৭ বিধ্বস্ত হলে ১৭৬ জন আরোহীর সবাই প্রাণ হারায়।

১৯৮৭: ফিলিপাইনের সেনাবাহিনী ১৫ হাজার বিক্ষোভকারীর ওপর গুলি চালালে ১৩ জন নিহত হয়।

১৯৯১: উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।

১৯৯৪: হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া বাঁচানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং পি.এল.ও চেয়ারম্যান ইয়াসের আরাফাতের মধ্যে বৈঠক।

১৯৯৯: দীর্ঘ ২১ বছর পর পাকিস্তানি ক্রিকেট দলের ভারত সফর শুরু।

২০০৭: ইরাকের বাগদাদ শহরে বাব আল-সারকি বাজারে দুটি গাড়ী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮৮ জন নিহত।

২০২৪: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় বহু প্রতীক্ষিত শ্রী রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন।


জন্মবার্ষিকী:
৮২৬: মোনটোকু, জাপানের সম্রাট।

১২৬৩: ইমাম ইবনে তাইমিয়া (রহ.)।

১৫৬১: ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।

১৫৯২: ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও দার্শনিক পিয়ের গাসেঁদি।

১৬৪৫: স্কটিশ নাবিক ও চর হান্টার ক্যাপ্টেন উইলিয়াম কিড।

১৭২৯: জার্মান দার্শনিক ও লেখক গটহোল্ড ইফ্রয়িম লেসিং।

১৭৮৮: লর্ড বায়রন, অ্যাংলো-স্কটিশ কবি।

১৮৭৩: মৌলভী মজিবুর রহমান খাঁ, খ্যাতিমান সাংবাদিক ও লেখক।

১৮৭৫: ডেভিড লিউয়েলিন ওয়ার্ক গ্রিফিথ, আমেরিকান পরিচালক ও প্রযোজক।

১৯০৮: নোবেলজয়ী পদার্থবিদ ল্যেভ দাভিদোভিচ লান্দাউ।

১৯০৯: ইউ থান্ট, জাতিসংঘের তৃতীয় মহাসচিব।

১৯১২: ধীরেন বল, বাঙালি অঙ্কন শিল্পী ও শিশুসাহিত্যিক।

১৯১৬: হেনরি ডুটিলেউক্স, ফরাসি পিয়ানোবাদক ও সুরকার।

১৯৩৬: অ্যালান হিগার, নোবেলজয়ী রসায়নবিদ।

১৯৭৭: হিদেতোশি নাকাতা, জাপানি ফুটবলার।

মৃত্যু

১৬৬৬ - সম্রাট শাহজাহান, পঞ্চম মোঘল সম্রাট।(জ.০৫/০১/১৫৯২)

১৮৯৭ - শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজাক পিটম্যান।(জ.৪/০১/১৮১৩)

১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।

১৯০১ - ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া।(জ.২৪/০৫/১৮১৯)

১৯২২ - নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ রাজনীতিবিদ ফ্রেডরিক ব্যাজের।

১৯২২ - ফরাসি গণিতবিদ ও অধ্যাপক ক্যামিল জর্দান।

১৯৪২ - মরমী সঙ্গীতশিল্পী উমা বসু (হাসি )।

১৯৬৮ - মাওলানা শামছুল হক ফরিদপুরী (রহ.)।

১৯৭২ - বিভূতিভূষণ সরকার, বাঙালি বিপ্লবী ও শিল্পোদ্যোগী। (জ.১৯১৭)

১৯৭৩ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।

১৯৯৪ - আমেরিকান অভিনেতা টেলয় সাভালাস।

১৯৯৬ - ভারতীয় বাঙালি বৈমানিক ও লেখক বীরেন রায়।(জ.১৯০৯)

২০০৮ - আমেরিকান অভিনেতা রবার্ট গারি।

২০০৮ - অস্ট্রেলিয়ান অভিনেতা ও পরিচালক হিথ লেজার।

২০১০ -ভারতীয় বাঙালি শাস্ত্রীয় সংগীতশিল্পী পণ্ডিত বিমলেন্দু মুখোপাধ্যায়।(জ.১৯২০)

২০২২ - ভারতের কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। (জ.১৯৫০)
সূত্র:https://tinyurl.com/b79n89a5

আফরোজা

×