ছবিঃ সংগৃহীত
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের ছোট্ট গ্রাম বড়দাপের ২৪ বছরের তরুণ শাহিনুর রহমান আজ দেশের তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম। কৃষক বাবার একমাত্র ছেলে শাহিনুর ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন প্রকৌশলী হওয়ার। কিন্তু পারিবারিক অভাব-অনটনের কারণে সেই স্বপ্নে বাঁধা আসে বারবার। তবে মেধা, ইচ্ছাশক্তি আর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ সফল ফ্রিল্যান্সার এবং কোটিপতি।
আর.জে কিবরিয়ার শো "ব্রান্ডিং বাংলাদেশের" একটি পর্বে এসে তিনি এসব কথা বলেন। শাহিনুর বলেন, তার শৈশব খুব একটা সুখের ছিল না। তিন ভাই-বোনের মধ্যে ছোট হলেও অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। কিন্তু কৃষক বাবার আয়ের ওপর নির্ভরশীল সংসারে পড়ালেখা চালিয়ে যাওয়া ছিল বেশ কঠিন। বড় বোন ও দুলাভাইয়ের সহযোগিতায় জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। কিন্তু দুলাভাইয়ের অকাল মৃত্যুতে পরিবারের আর্থিক চাপ বেড়ে যায়।
তিনি আরো বলেন, ২০১৬ সালে এসএসসি পাস করার পর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হন। সেই সময় থেকেই তিনি ফ্রিল্যান্সিংয়ে ঝুঁকতে শুরু করেন। নিজের একটি ল্যাপটপ কেনার জন্য বাবাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে ল্যাপটপ কেনার জন্য অনশন পর্যন্ত করেন। বাবার কিস্তিতে কেনা একটি ল্যাপটপই হয়ে ওঠে তার স্বপ্নপূরণের প্রথম ধাপ।
২০১৭ সালে অনলাইন মার্কেটপ্লেস 'আপওয়ার্ক'-এ কাজ শুরু করেন তিনি। প্রথম আয়ের দেখা পান ২০১৮ সালের ২৬ নভেম্বর। ধীরে ধীরে তার দক্ষতা এবং কাজের পরিধি বাড়তে থাকে। আপওয়ার্ক থেকে এখন পর্যন্ত তিনি আয় করেছেন ১ লাখ ২৬ হাজার মার্কিন ডলার এবং ফাইভার থেকে ৫ হাজার মার্কিন ডলার। এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘লিড ডিসকোভারি’ প্রতিষ্ঠান থেকেও তিনি প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছেন।
শাহিনুর এখন প্রতি মাসে ৪ থেকে ৫ হাজার মার্কিন ডলার আয় করেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ থেকে ৫ লাখ। নিজের আয় থেকে পরিবারের সব দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার তরুণদের কর্মসংস্থানও তৈরি করেছেন। তার প্রতিষ্ঠান ‘লিড ডিসকোভারি’ থেকে প্রায় ২০ জন প্রশিক্ষণ নিয়ে সফল ফ্রিল্যান্সার হয়েছেন।
শাহিনুরের মতে, ফ্রিল্যান্সিংয়ে সফল হতে ধৈর্য, পরিশ্রম এবং সঠিক প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন, শুরুতে পথচলাটা সহজ ছিল না। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে ইচ্ছাশক্তি ও পরিশ্রম আমাকে এখানে নিয়ে এসেছে।
রিফাত