ছবি: সংগৃহীত
পরীক্ষার আগে বা পরীক্ষার সময় অনেক ছাত্র-ছাত্রীর উদ্বেগ বা এনজাইটি অনুভূত হয়। এটা একটি সাধারণ অনুভূতি, কিন্তু অতিরিক্ত এনজাইটি পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে।
পরীক্ষার সময় একধরনের চাপ অনুভব করা স্বাভাবিক, তবে এই চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিক প্রস্তুতি, মানসিক শান্তি এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে আপনি আপনার সেরাটা দিতে পারবেন।
তবে অনেক সময়ই নিজেকে সামলে নেয়া কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ভাইবা যারা দিতে যায় তাদের মাঝে এই এনজাইটি বেশি দেখা যায়।
এই সমস্যা সমাধানে ড. নোবেল এনেছেন এক দারুন সমস্যা। মাত্র ১০ মিনিটে আপনি চাইলেই কমিয়ে ফেলতে পারেন আপনার অতিরিক্ত এনজাইটি। পরীক্ষা বা ভাইবার আগে প্রোপানল হাইড্রোক্লোরাইড কিনে খেয়ে নিবেন আর অল্প সময়ের মধ্যে সকল এনজাইটি থেকে মুক্তি পাবেন।
এই প্রোপানল হাইড্রোক্লোরাইড বাজারে ইন্ডেভার নামেও পাওয়া যায়।
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=1120431236483301&rdid=CBH7VJOdBOl1dTBy
শিলা ইসলাম