ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সন্তান নেওয়া কি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ?

প্রকাশিত: ১৩:০৫, ১২ জানুয়ারি ২০২৫

সন্তান নেওয়া কি প্রত্যেক মুসলমানের জন্য ফরজ?

সন্তান নেওয়ার বিষয়ে এক নারী দর্শকের প্রশ্নের উত্তরে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ মতিউর রহমান মাদানী বলেন, রিজিক ও সন্তান দানের মালিক একমাত্র আল্লাহ। তিনি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।

প্রশ্নকারী জানান, তিনি ১২ বছর ধরে সন্তান নেওয়ার জন্য চিকিৎসা করাচ্ছেন। তবে বর্তমানে আর্থিক ও মানসিক সংকটে ভুগছেন। এর উত্তরে শায়খ মাদানী বলেন, “যদি আর্থিক সচ্ছলতা থাকে, তাহলে চিকিৎসা নেয়া যেতে পারে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে যদি পরিবারের মৌলিক প্রয়োজন পূরণে সমস্যা হয়, তাহলে সন্তান নেওয়ার চিকিৎসা করা বাধ্যতামূলক নয়। প্রথমে নিজের ও পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “সন্তান নেওয়া ফরজ নয়, তবে তা মুস্তাহাব। ছেলেমেয়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে স্থায়ীভাবে সন্তান নেওয়া বন্ধ করার অনুমতি ইসলামে নেই। আর্থিক সংকট থাকলে সন্তান নেওয়ার চিকিৎসায় বিনিয়োগের আগে পরিবারের প্রয়োজন মেটানো উচিত।”

শায়খ মাদানী ধৈর্য ও আল্লাহর উপর ভরসার গুরুত্ব তুলে ধরে বলেন, আল্লাহ যখন যা কিছু দেন, তা বান্দার জন্য কল্যাণকর। তাই নিজস্ব সীমাবদ্ধতার মধ্যে থেকেই পরিকল্পনা করা উচিত।

 

সূত্রঃ https://youtu.be/Dc9O_jT-yq0?si=EjZpn1_Vmcyvr69P

রিফাত

×