ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অ্যান্টার্কটিকা থেকে উত্তর দিকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড এটুথ্রিএ

প্রকাশিত: ২১:৩৩, ২১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:৩৪, ২১ ডিসেম্বর ২০২৪

অ্যান্টার্কটিকা থেকে উত্তর দিকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড এটুথ্রিএ

দীর্ঘসময় ঘূর্ণাবর্তে আটকে থাকার পর আবারও তার চলাচল শুরু করেছে, বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড, এটুথ্রিএ (A23a)।

গ্রেটার লন্ডনের দ্বিগুণেরও বেশি বড় এই বরফখণ্ডটির আয়তন ৩,৮০০ বর্গকিলোমিটার (১,৫০০ বর্গমাইল) এবং এটি ৪০০ মিটার (১,৩১২ ফুট) পুরু।

যা ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে পৃথক হয়। তবে তা দ্রুতই অ্যান্টার্কটিকার উপকূলের কাছে আটকে যায়।বরফখণ্ডের গভীরতার কারণে এর নিচের অংশ ওয়েডেল সাগরের তলদেশে আটকে যায়। এই সাগরটি দক্ষিণ মহাসাগরের অংশ। ফলে, এটি ৩০ বছরেরও বেশি সময় ধরে স্থির অবস্থায় ছিল।

২০২০ সালে এটি উত্তরের দিকে অগ্রসর হতে শুরু করে। তবে এই বছরের বসন্তকাল থেকে এটি দক্ষিণ অর্কনি দ্বীপপুঞ্জের কাছে একটি ঘূর্ণায়মান জলপ্রবাহে আটকে ঘুরপাক খাচ্ছিল। গেল, ১৩ ডিসেম্বর ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) জানায়, বরফখণ্ডটি এখন আরও উত্তরে অগ্রসর হচ্ছে।

বিএএস-এর মহাসাগরবিজ্ঞানী ড. অ্যান্ড্রু মেইজার্স বলেন, ‘এটুথ্রিএ-এর আবার চলাচল শুরু করা রোমাঞ্চকর একটি বিষয়।

তিনি আরও বলেন, ‘আমরা জানতে আগ্রহী যে এটি অ্যান্টার্কটিকা থেকে পৃথক হওয়া অন্যান্য বড় বরফখণ্ডগুলোর মতো একই পথ ধরে এগোবে কি না।’

ধারণা করা হচ্ছে, এটুথ্রিএ শেষ পর্যন্ত দক্ষিণ মহাসাগর ছাড়িয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করবে। সেখানে উষ্ণ পানির সংস্পর্শে এসে এটি ছোট ছোট বরফখণ্ডে ভেঙে যাবে এবং গলে যাবে।

 

ফুয়াদ

×