ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের শত্রুরা জানে, এই দেশ পারমাণবিক শক্তিধর- মরিয়াম নওয়াজ শরিফ

প্রকাশিত: ১৭:৫৫, ৩০ এপ্রিল ২০২৫

পাকিস্তানের শত্রুরা জানে, এই দেশ পারমাণবিক শক্তিধর- মরিয়াম নওয়াজ শরিফ

ছবিঃ সংগৃহীত

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ বলেছেন, আজ পাকিস্তান- ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই… শত্রুরা জানে- এই দেশ পারমানবিক শক্তিধর দেশ। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মরিয়াম বলেছেন, পাকিস্তানের পারমাণবিক শক্তির সামনে দাঁড়িয়ে কেউ আক্রমণের সাহস করবে না। তিনি আরও বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে এই দেশের পারমাণবিক শক্তি সম্পর্কে।

মরিয়াম আরও উল্লেখ করেন, ‘আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, দেশের বিরুদ্ধে যদি কোনো বহিরাগত আগ্রাসন আসে, তাহলে সবাইকে একসঙ্গে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে।

পহেলগাঁও সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে এবং এটি সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপে শেহবাজ শরীফ বলেন, ‘ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।

এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত সোমবার হুশিয়ারি দেন, ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে শত্রু দেশের বিরুদ্ধে পাকিস্তানও পারমাণবিক বোমা ব্যবহার করবে ।

 

আরশি

আরো পড়ুন  

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার