
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের বাংলা ভাষাভাষীদের অন্যতম সামাজিক সংগঠন হবিগঞ্জ সদর সমিতি মিশিগান অব ইউএস'র নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।
গত ২৭ এপ্রিল-২০২৫ রবিবার দুপুরে ওয়ারেন সিটিস্থ স্পাইসি-২১ নামক বাংলাদেশী রেষ্টুরেন্ট হল রুমে সংশ্লিষ্ট সংগঠনের অনুষ্ঠিতব্য এক সাধারণ সভায় মো: আব্দুর রাজ্জাককে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সুহেলকে সাধারণ সম্পাদক করে ওই সমিতির-২০২৫-২৬ ইং সালের ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
একই সময় সংশ্লিষ্ট সমিতিতে ১২ সদস্যকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার আগে সংশ্লিষ্ট সভায় বর্তমান (বিদায়ী) কমিটির সভাপতি লুৎফুর রহমান শেলুর সভাপতিত্ব করেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সভা পরিচালনা করেন।
সংশ্লিষ্ট নতুন কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সুফী আহমদ, এড. বজলুর রহমান, মাহফুজুর রহমান শাহীন ও সজল সূত্রধর, সহ-সম্পাদক মাহিবুর ইসলাম সুমন ও মো: নাজমুল হক, কোষাধ্যক্ষ মো: নুর উদ্দিন সৌরভ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, ক্রীড়া সম্পাদক মো: আব্দুল মোতালিব ফয়সল, সমাজ কল্যাণ সম্পাদক ফাহিম হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জিকু, প্রচার সম্পাদক সুরঞ্জিত চন্দ্র শীল।এছাড়া সদস্যরা হলেন, বিদায়ী সভাপতি লুৎফুর রহমান শেলু, রব্বানী তালুকদার, সুহেল আলম, মোহাম্মদ অলি, সৈয়দ তোফায়েল আহমদ জামাল, মোহাম্মদ জনি, মুর্শেদ চৌধুরী, সৈয়দ আবুল খয়ের, দেওয়ান সৈয়দ আবুল মনসুর, মনসুর কবির, আমিনুল ইসলাম জুয়েল।
উপদেষ্টাগণ হলেন- আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, উবায়দুর রহমান, শামীম আহছান, ফরিদ উদ্দিন আহমদ, চিন্ময় আচার্য্য, মো: আব্দুল জব্বার, সৈয়দ আলী রেজা, মো: আলাউদ্দিন, মো: আব্দুর রহমান, অজিত দাশ, নজরুল ইসলাম কবির ও আলতাফ হোসেন।
সভায় উপস্থিত সকলেই ভূড়ি ভোজে অংশ নেয়ার পাশাপাশি নিজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্মৃতিময় দিন গুলো ও প্রবাস জীবনের নানান দিক নিয়ে একে অপরে আলাপচারিতায় মগ্ন হয়ে পড়লে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
রাজু