ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

মিশিগান হবিগঞ্জ সদর সমিতির নতুন কার্যকরী পরিষদ গঠন: সভাপতি রাজ্জাক, সম্পাদক মোজাহিদুল

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ০০:১২, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:১৪, ৩০ এপ্রিল ২০২৫

মিশিগান হবিগঞ্জ সদর সমিতির নতুন কার্যকরী পরিষদ গঠন: সভাপতি রাজ্জাক, সম্পাদক মোজাহিদুল

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের বাংলা ভাষাভাষীদের অন্যতম সামাজিক সংগঠন হবিগঞ্জ সদর সমিতি মিশিগান অব ইউএস'র নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। 
গত ২৭ এপ্রিল-২০২৫ রবিবার দুপুরে ওয়ারেন সিটিস্থ স্পাইসি-২১ নামক বাংলাদেশী রেষ্টুরেন্ট হল রুমে সংশ্লিষ্ট সংগঠনের অনুষ্ঠিতব্য এক সাধারণ সভায় মো: আব্দুর রাজ্জাককে সভাপতি ও  মুজাহিদুল ইসলাম সুহেলকে সাধারণ সম্পাদক করে ওই সমিতির-২০২৫-২৬ ইং সালের ২৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়।
একই সময় সংশ্লিষ্ট সমিতিতে ১২ সদস্যকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার আগে সংশ্লিষ্ট সভায় বর্তমান (বিদায়ী) কমিটির সভাপতি লুৎফুর রহমান শেলুর সভাপতিত্ব করেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম সভা পরিচালনা করেন। 

সংশ্লিষ্ট নতুন কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশরাফ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সুফী আহমদ, এড. বজলুর রহমান, মাহফুজুর রহমান শাহীন ও সজল সূত্রধর, সহ-সম্পাদক মাহিবুর ইসলাম সুমন ও মো: নাজমুল হক, কোষাধ্যক্ষ মো: নুর উদ্দিন সৌরভ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, ক্রীড়া সম্পাদক মো: আব্দুল মোতালিব ফয়সল, সমাজ কল্যাণ সম্পাদক ফাহিম হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জিকু, প্রচার সম্পাদক সুরঞ্জিত চন্দ্র শীল।এছাড়া সদস্যরা হলেন, বিদায়ী সভাপতি লুৎফুর রহমান শেলু, রব্বানী তালুকদার, সুহেল আলম, মোহাম্মদ অলি, সৈয়দ তোফায়েল আহমদ জামাল, মোহাম্মদ জনি, মুর্শেদ চৌধুরী, সৈয়দ আবুল খয়ের, দেওয়ান সৈয়দ আবুল মনসুর, মনসুর কবির, আমিনুল ইসলাম জুয়েল। 
উপদেষ্টাগণ হলেন- আমিনুর রশীদ চৌধুরী কাপ্তান, উবায়দুর রহমান, শামীম আহছান, ফরিদ উদ্দিন আহমদ, চিন্ময় আচার্য্য, মো: আব্দুল জব্বার, সৈয়দ আলী রেজা, মো: আলাউদ্দিন, মো: আব্দুর রহমান, অজিত দাশ, নজরুল ইসলাম কবির ও আলতাফ হোসেন।

সভায় উপস্থিত সকলেই ভূড়ি ভোজে অংশ নেয়ার পাশাপাশি নিজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্মৃতিময় দিন গুলো ও প্রবাস জীবনের নানান দিক নিয়ে একে অপরে আলাপচারিতায় মগ্ন হয়ে পড়লে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার