ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ভারতের গুজরাটে ‘কথিত’ সেই বাংলাদেশিদের এলাকায় বেআইনিভাবে ঘরবাড়ি ভাঙন

প্রকাশিত: ১৭:৫৯, ২৯ এপ্রিল ২০২৫

ভারতের গুজরাটে ‘কথিত’ সেই বাংলাদেশিদের এলাকায় বেআইনিভাবে ঘরবাড়ি ভাঙন

ছবিঃ সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় বিপুল সংখ্যক কথিত ‘বাংলাদেশি’ থাকেন বলে পুলিশের ধারণা। মঙ্গলবার সকালে সেখানে বেআইনিভাবে ঘরবাড়ি গুঁড়িয়ে দিতে শুরু করে প্রশাসন।

জানা গেছে, গুজরাটে শনিবার ভোর রাতে ‘অবৈধ বাংলাদেশি’ খুঁজতে তল্লাশি শুরু হয়েছিল। সোমবার রাত পর্যন্ত ওই অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করা হয়েছে।

রাজ্যের পুলিশ মহা-নির্দেশক বিকাশ সহায় জানিয়েছিলেন, এদের মধ্যে ৪৫০ জন বাংলাদেশি ও তারা বেআইনিভাবে গুজরাটে থাকছিলেন। তবে এর পরেই আহমেদাবাদের ওই অঞ্চলে কথিত বাংলাদেশিদের বাড়ি-ঘর ভাঙা শুরু হয়।

এ বিষয়ে পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) শরদ সিংহল সংবাদ সংস্থা এএনআইকে জানায়, ‘সিয়াসতনগর বাঙাল ভাস’ নামের একটি এলাকার অধিকাংশ বসবাসকারী বাংলাদেশি অনুপ্রবেশকারী। পরবর্তীতে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন একটি সমীক্ষা চালিয়ে দেখে সেখানে অনেক বেআইনি নির্মাণ রয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে ৫০টি বুলডোজার ও প্রায় দুই হাজার পুলিশ কর্মী ওই ঘর ভাঙার কাজে নিয়োজিত বলে জানিয়েছেন এই যুগ্ম কমিশনার।

তবে সেখানে হাজির থাকা বিবিসির সংবাদদাতারা ভোরে অপারেশন শুরুর আগে থেকেই স্থানীয় মানুষদের বাড়ি-ঘর খালি করে চলে যেতে দেখেছেন বলে জানা যায়।

আরশি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার