
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলা প্রেসক্লাব মিশিগানের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটিস্থ বাংলাদেশি মালিকানাধীন বিসমিল্লাহ কারি অ্যান্ড রেস্টুরেন্টে এই পার্টিতে অংশ নেন ক্লাব-সংশ্লিষ্ট ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রবাসী সাংবাদিক ও সম্পাদকগণ।
ক্লাবের সাধারণ সম্পাদক আশিক রহমানের সার্বিক তত্ত্বাবধানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ইফতার পর্বে অংশ নেন বিসমিল্লাহ কারি অ্যান্ড রেস্টুরেন্টের অন্যতম কর্ণধার নূর মিয়া।
ইফতারে ছিল নানান বাহারি বাংলাদেশি সুস্বাদু খাবার, যার মধ্যে অন্তত ১৫-২০টি পদ পরিবেশন করা হয়।
এদিকে, ইফতারের আগে সোলায়মান আল মাহমুদ মোনাজাত পরিচালনা করেন। ইফতারের পর ক্লাব সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও চা-চক্রে মিলিত হন।
এম.কে.