
মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি মিশিগান রাজ্য শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সংশ্লিষ্ট রাজ্যের হেমট্টামিক সিটিস্থ আলাদ্দীন রেস্টুরেন্ট এন্ড সুইট মিটে আয়োজিত ওই পার্টিতে সভাপতিত্ব করেন দেওয়ান আকমল চৌধুরি। সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এহেন ইফতার পার্টিতে প্রবাসী নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের ঢল নামে। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং সাবেক মন্ত্রী মরহুম আব্দুল্লাহ আল নোমান ও আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক ও কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান জিলুকে ফুলেল ভালোবাসায় সিক্ত করা হয়।শেষে ইফতারে অংশ নেন সকলে।