
সিডনিতে ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সিডনির ইঙ্গেলবার্নের মেজবান নামক একটি বাংলাদেশি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুসলিম উম্মাহ সহ বিশ্বের সকল মানুষের জন্য শান্তি ও সকল অ্যালামনাইদের জন্য সুস্থতা ও বিদেহী অ্যালামনাইদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সদস্য সৈয়দ আকরাম উল্লাহ।ইফতার ও দোয়া আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আরিফ ইসলাম এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সদস্য নিয়ামুল খান, মাহমুদুল হাসান ও ফকির আকরাম। এছাড়াও ইফতারে অংশগ্রহণ করেন ঢাকা কলেজের ১৯৭০ এর দশক থেকে শুরু করে ২০২০ দশকের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দেশীয় মুখরোচক খাবারের সাথে কলেজ জীবনের স্মৃতিচারণায় মুখরিত ছিল ইফতারের প্রাঙ্গন।
উল্লেখ্য, অস্ট্রেলিয়াতে বসবাসরত বাংলাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহাসিক ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া ফেইসবুক ভিত্তিক গ্রুপ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা আড়াইশরও অধিক। ডিসিএএএ ইনক এনএসডব্লিউ অঙ্গরাজ্যের একটি নিবন্ধিত অলাভজনক সংগঠন। ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধনে কাজ করে যেতে বদ্ধপরিকর এ সংগঠনটি।
রাজু