
ছবি: সংগৃহীত
দুবাইয়ের বিগ টিকেট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকা) জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন ১৪ জন প্রবাসী বাংলাদেশি। বিজয়ীদের মধ্যে অন্যতম জাহাঙ্গীর আলম, যিনি তার সহকর্মীদের সঙ্গে দলবদ্ধভাবে প্রতি মাসে এই লটারির টিকিট কিনতেন। দীর্ঘ তিন বছর ধরে ভাগ্য তাদের সহায় না হলেও, অবশেষে ৩ মার্চ তাদের জন্য নিয়ে আসে সৌভাগ্যের বার্তা।
লটারির ড্রতে বিজয়ী ঘোষণার পর বিগ টিকেট কর্তৃপক্ষ জাহাঙ্গীর আলমকে ফোন করলেও তিনি তখন তারাবির নামাজে থাকায় কল ধরতে পারেননি। নামাজ শেষে রুমে ফেরার পর তিনি দেখেন, তার সহকর্মীরা দরজার সামনে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথমে বিশ্বাস না হলেও, পরে মোবাইল চেক করে বিগ টিকেট কোম্পানির কল পেয়ে নিশ্চিত হন তিনি। প্রায় ২৫ মিনিট পর আবারও কর্তৃপক্ষের ফোন আসে, যেখানে আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী হিসেবে নিশ্চিত করা হয়।
জাহাঙ্গীর আলম জানান, তারা ১৪ জন মিলে এবার টিকিট কিনেছিলেন, যদিও মাঝে মাঝে এই সংখ্যা বাড়া-কমা করত। বিজয়ীদের সবাই দুবাইয়ের একটি জাহাজ নির্মাণ কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করেন। বিশাল এই অর্থ পেয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি, তবে তারা চাচ্ছেন, এই অর্থ এমনভাবে বিনিয়োগ করতে, যাতে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
বিজয়ীরা জানান, এক মাস পর তারা প্রাইজমানি হাতে পাবেন এবং তখনই মূল পরিকল্পনা নির্ধারণ করবেন। তাদের ইচ্ছে, এই অর্থের মাধ্যমে দেশে কিছু উদ্যোগ নেওয়া, যাতে আরও বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ পান। তারা আশা করেন, তাদের এই বিজয় দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে ভূমিকা রাখবে এবং দেশের উন্নয়নে দৃষ্টান্তমূলক অবদান রাখবে।
বিশাল এই অর্থ লাভের পর শ্রমিকের কাজ ছেড়ে ব্যবসা শুরু করারও পরিকল্পনা করছেন তারা। তাদের আশা, এই উদ্যোগ শুধু তাদের জন্য নয়, বরং দেশের অন্যান্য প্রবাসীদের জন্যও অনুপ্রেরণার উৎস হবে।
ভিডিও দেখুন: https://youtu.be/769pGMt2kx0?si=XPKnlUUV_nJr7ph0
এম.কে.