
ছবি: সংগৃহীত।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত ‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’-তে ২ কোটি দিরহাম (প্রায় ৬৬ কোটি টাকা) জিতে ভাগ্য বদলে গেছে এক বাংলাদেশি প্রবাসীর। লটারি জেতা এই ভাগ্যবান ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম, যিনি পেশায় একজন জাহাজ নির্মাণশ্রমিক।
স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে জানায়, সর্বশেষ অনুষ্ঠিত বিগ টিকিট ড্রতে বিজয়ী হন দুবাইয়ে বসবাসরত ৪৪ বছর বয়সী এই বাংলাদেশি প্রবাসী।
জাহাঙ্গীর আলম গত তিন বছর ধরে ‘বিগ টিকিট’ লটারিতে নিয়মিত অংশগ্রহণ করে আসছিলেন। তিনি একা নন, বরং ১৪ জন বন্ধুর একটি গ্রুপ তৈরি করে দলবদ্ধভাবে টিকিট কিনতেন। এবারের ড্রতে তার টিকিট নম্বর ছিল ১৩৪৪৬৮, যা তিনি গত ১১ ফেব্রুয়ারি কিনেছিলেন।
জাহাঙ্গীর জানান, তিনি যখন লটারিতে বিজয়ী হওয়ার খবর পান, তখন নামাজে ছিলেন। নামাজ শেষে বেরিয়ে আসতেই তার এক বন্ধু তাকে এই সুখবরটি দেন। তিনি বলেন, “আমি অবাক হয়ে গিয়েছিলাম। প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। তবে এই জয় শুধু আমার একার নয়, এটি আমার ১৪ জন বন্ধুর এবং তাদের পরিবারেরও। আমরা সবাই ভাগাভাগি করব।”
‘আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্র’ হলো সংযুক্ত আরব আমিরাতের অন্যতম জনপ্রিয় লটারি প্রতিযোগিতা। এখানে একেকটি টিকিটের মূল্য ১৫০ দিরহাম। তবে কেউ যদি একসঙ্গে দুটি টিকিট কেনেন, তাহলে তৃতীয়টি ফ্রি দেওয়া হয়।
প্রবাসী শ্রমিক জাহাঙ্গীর আলমের এই অর্জন অন্যান্য বাংলাদেশি অভিবাসীদের জন্যও এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে যারা প্রবাসে পরিশ্রম করেন, তাদের জন্য এটি এক নতুন আশার আলো জাগিয়েছে।
নুসরাত