ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

আমিরাতে লটারিতে ৬৩ কোটি টাকার মালিক দুই বাংলাদেশি

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৮:৫৭, ১৫ জানুয়ারি ২০২৫

আমিরাতে লটারিতে ৬৩ কোটি টাকার মালিক দুই বাংলাদেশি

টাকা ও ডলার।

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ১ লাখ ৯০ হাজার দিরহাম জিতেছেন বাংলাদেশি দুই প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ কোটি টাকা। আমিরাতের বিগ টিকেট ড্র সিরিজ ২৭০ এর বিগ উইন প্রতিযোগিতায় জয় পান তারা।

বাংলাদেশি দুই প্রবাসী হলেন-  ফলবিক্রেতা এম.ডি. সোহেল আহমেদ আলাউদ্দিন (৪০) জিতেছেন ১ লাখ দিরহাম জিতেছেন। আর সামুল আলম আব্দুর রাজ্জাক জিতেছেন ৯০ হাজার দিরহাম।

আলাউদ্দিন গত ১৭ বছর ধরে দুবাইয়ে আছেন। তিনি গত আট বছর ধরে তার ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকিট কিনছিলেন। অবশেষে জয়ও পেলেন আলাউদ্দিন। তিনি বলেন, ‘জয়টা সত্যিই অবিশ্বাস্য লাগছে। আমি পুরস্কারের টাকা দিয়ে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছি, যা সবসময় আমার স্বপ্ন ছিল। আর হ্যাঁ, আমি অবশ্যই বিগ টিকিটের সঙ্গে আমার যাত্রা অব্যাহত রাখব।’

রাজ্জাক গত পাঁচ বছর ধরে দুবাইতে বসবাস করছেন। দুবাইয়ে প্রবাস জীবনের শুরু থেকেই তিনি বিগ টিকিটে অংশ নিচ্ছেন। তরা ৩০ জন বন্ধু মিলে টিকিট কিনতেন। তিনি বলেন, ‘লটারি জিতে আমি খুবই আনন্দিত। পুরস্কারের টাকা আমার বন্ধুদের মধ্যে ভাগ করে দিবো। কারণ আমরা সবসময় একসাথে টিকিট কিনেছি।’

সূত্র: গালফ নিউজ।

এম হাসান

×