ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া মালিন্দ বিমানের ওডি-১৬২ ফ্লাইটের দুই শতাধিক বাংলাদেশি কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে আছেন।
ঘনকুয়াশায় ঢাকায় অবতরন করতে না পেরে কলকাতার বিমানবন্দরে নামে বিমানটি। যাত্রীদের অভিযোগ প্রায় বিশ ঘণ্টা পার হলেও বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হচ্ছে না। থাকা কিংবা খাবারও দেওয়া হয়নি তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। আর যাত্রীদের মধ্যে থাকা অসুস্থ রোগীদের অবস্থাও আশঙ্কাজনক।
ভুক্তভোগীদের অভিযোগ কলকাতা পৌঁছে প্রায় আট ঘণ্টা বিমানের মধ্যে রেখে পরে বিমানবন্দরে যাত্রীদের ছেড়ে চলে যায় মালিন্দ বিমানের ওই ফ্লাইটটি। ভুক্তভোগী যাত্রীদের মধ্যে থাকা সারা রহমান কালবেলাকে অডিও বার্তায় বলেন, রাত থেকে সকাল পর্যন্ত দীর্ঘ সময় বিমানের মধ্যে আটকে ছিলেন, পরে বিমানবন্দরে রেখে লাপাত্তা হয়ে যায় বিমান কর্তৃপক্ষ। কীভাবে দেশে ফিরবেন এ নিয়েও শঙ্কা জানান, তিনি।
মালয়েশিয়ায় অধ্যায়নরত শিক্ষার্থী রিয়াজ ফাহাদি টেলিফোনে কালবেলাকে বলেন, ৫ জানুয়ারি মালয়েশিয়া সময় রাত ১১টা ৪০ মিনিটে কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল ৬ জানুয়ারি ঢাকার সময় রাত ১টা ৪০ মিনিটে। তবে ঘনকুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। মালিন্দ বিমানের অসহযোগিতায় এখন গভীর অনিশ্চয়তায় সময় কাটাচ্ছেন তিনিসহ দুই শতাধিক যাত্রী। ঢাকায় ফিরতে সরকারের হস্তক্ষেপ চান তিনি।
এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত এসব যাত্রীদের ঢাকায় নিয়ে আসার কোনো তথ্য পাওয়া যায়নি। মালিন্দ বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকেও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
শিহাব