বিদায়ী বছর ২০২৪-এর শেষ প্রান্তে মিশিগানের হেমট্রামিক সিটি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এবং সিটি কাউন্সিলের প্রো-টেম কামরুল হাসানের আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত আলাপচারিতা ও প্রীতিভোজ। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি, ইয়েমেনি, ভারতীয়, বাঙালি এবং মার্কিন নাগরিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কামরুল হাসান দীর্ঘদিন ধরে হেমট্রামিক সিটির কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, প্রতিবছরের মতো এবারও স্বদেশি ও ভিনদেশি নাগরিকদের সামাজিক বন্ধন অটুট রাখতে এমন আয়োজন করেন। গত ৩০ ডিসেম্বর রাতে হেমট্রামিক সিটির বাংলাদেশ অ্যাভিনিউতে তার নিজ কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক অতিথি অংশ নেন।
অনুষ্ঠানে গরুর মাংস, মুড়িঘন্ট, এবং অন্যান্য বাহারি বাঙালি খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। টাটকা গরম ভাতের সঙ্গে সুস্বাদু তরকারি খেয়ে অতিথিরা শীতের আমেজে আয়োজনের প্রশংসা করেন।
আয়োজনের আগে থেকেই কাউন্সিলম্যান কামরুল হাসান ব্যক্তিগতভাবে প্রস্তুতিতে যুক্ত ছিলেন। বাঙালির ঐতিহ্যবাহী পোশাক পরে তিনি অতিথিদের আপ্যায়ন এবং রান্নার কাজে অংশ নেন। তার আন্তরিকতা ও অতিথিপরায়ণতার প্রশংসা করেন অংশগ্রহণকারীরা।
আন্তরিক এই আয়োজনের মাধ্যমে কামরুল হাসান শুধু প্রবাসী বাংলাদেশিদের নয়, ভিনদেশি ইয়েমেনি, ভারতীয় ও মার্কিন নাগরিকদের কাছেও নিজেকে একজন বন্ধুসুলভ ও সজ্জন নেতা হিসেবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে ইংরেজি নববর্ষ ২০২৫-এর আগাম শুভেচ্ছা জানিয়ে কামরুল হাসান বলেন, "সামাজিক বন্ধন অটুট রাখতে এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। আমি চাই, আমার হেমট্রামিক সিটি একটি উদাহরণ হিসেবে বিশ্ব দরবারে পরিচিত হোক।"
অনুষ্ঠানের শেষে অতিথিরা কাউন্সিলম্যান কামরুল হাসানকে ধন্যবাদ জানান এবং তার জন্য শুভকামনা জানান।