ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী খুন

প্রকাশিত: ০৭:১৪, ১৮ ডিসেম্বর ২০২৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী খুন

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের ফুলিনি এলাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে আব্দুল আজিজ নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ ভোলা জেলার বাসিন্দা।

স্থানীয় এক বাংলাদেশী জানিয়েছেন, আব্দুল আজিজ সম্প্রতি সোমালিয়ান এক নাগরিকের দোকানের পাশে একটি দোকান খোলার জন্য ঘর ভাড়া নিয়ে কাজ শুরু করেছিলেন। এ নিয়ে ওই সোমালিয়ান নাগরিকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

বিরোধের জের ধরে সোমালিয়ান নাগরিক স্থানীয় একটি গ্যাং ভাড়া করে আব্দুল আজিজের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা প্রকাশ্যে রাস্তার ওপর গুলি ছুড়ে তাকে হত্যা করে।

পুলিশ ঘটনাস্থলে এসে আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা এই নির্মম হত্যাকাণ্ডে শোকাহত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এম.কে.

×