ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ভারত সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৭, ৯ ডিসেম্বর ২০২৪

ভারত সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

ভারত সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ সমাবেশ। ছবি: জনকন্ঠ

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা,মিডিয়ায় মিথ্যে প্রচারণা,সীমান্ত হত্যার প্রতিবাদ এবং দেশে আগ্রাসনের অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য মিশিগানে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

 

মিশিগান বাংলাদেশি কমিউনিটি,যুক্তরাষ্ট্র ব্যানারে রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় মিশিগান রাজ্যের হেমট্টামিক সিটি কাউন্সিল পার্ক ময়দানে এই কর্মসূচি পালন করে প্রবাসী বাংলাদেশিরা।

এতে বিএনপি ও সহযোগী এবং জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের প্রবাসী নেতা-কর্মীসহ বাঙালি কমিউনিটির সাধারণ প্রবাসীরাও অংশ নেন।

এসময় ভারত সরকার ও উগ্র ধর্মীয় লোকজনের বিরুদ্ধে শ্লোগান আর হর্ষধ্বনির মাধ্যমে সমাবেশ স্থল প্রকম্পিত করে তুলে প্রতিবাদকারীরা। 

 

ইঞ্জি: ফরিদ উদ্দিন শিপলুর সঞ্চালনায়  ও দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এ কর্মসূচি চলাকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,ইঞ্জি: শামিম আহাম্মদ, ইঞ্জি: মাহির ফায়সাল, সেলিম আহমদ, ইঞ্জি: ইদ্রিস আলি, আলভী চৌধুরী, মুজিব আহমেদ মনির, আদুল লতিফ আজম, ইমাম ফখরুল ইসলাম, রাব্বানী তালুকদার কাউছার, কামাল রহমান, দেলওয়ার আনসার, মঞ্জুরুল করীম তুহিন, ফাহাদ চৌঃ, নাজমুল হক কামাল, শাহনেওয়াজ চৌধুরী, জিলাল জিলানী প্রমুখ। 

সমাবেশ থেকে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন,একাত্তর আর বিগত হাসিনা সরকারের দু:সময় এখন আর বাংলাদেশ নয়। এই বাংলাদেশ এখন ঘুরে দাড়িয়েছে। এই বাংলাদেশ এখন নতুন রূপে আরেক স্বাধীন দেশ, অন্য রকম শক্তিশালী বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করা হলে ভারতকে বাংলাদেশের মানুষ দাত ভাঙ্গা জবাব দেবে। প্রস্তুত বাংলার মানুষ। 

বক্তারা বলেন,বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কে সংখ্যালঘু হিসেবে কেউ বিবেচনা করে না,বরং হিন্দু-মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে শান্তিতে বসবাস করতে চায়। যদি হিন্দুদের ওপর বা তাদের বাড়ি-ঘরে কেউ হামলা-ভাংচুর করে তাহলে আপনারা আমাদেরকে জানান,আমরা ব্যবস্থা নেব।কিন্তু কোন অপপ্রচার করে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবেন না। ভারত এখন বুঝতে পারছে,তাই বাংলাদেশের সাথে বসতে চায়। 


বক্তারা আরো বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যাবে,এটাই প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশা।

তাবিব

×