ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

এবার রেমিট্যান্স পাঠানোতে প্রথম বাংলাদেশিরা

প্রকাশিত: ০২:১৩, ৩১ অক্টোবর ২০২৪; আপডেট: ০২:২৩, ৩১ অক্টোবর ২০২৪

এবার রেমিট্যান্স পাঠানোতে প্রথম বাংলাদেশিরা

মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর দিক দিয়ে শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা। মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাৎসরিক পেমেন্ট বুলেটিনে উঠে এসেছে এমন তথ্য।

 

এতে দেখা গেছে মালদ্বীপের বিদেশি কর্মীদের পাঠানো ৮৪ শতাংশ রেমিট্যান্সের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই পাঠিয়েছে ৫৪ শতাংশ। ২০২৩ সালে মালদ্বীপ থেকে বিদেশি কর্মীদের পাঠানো তহবিল ছিল ৭২ বিলিয়ন মার্কিন ডলার।

যা ২০২২ সালের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। তবে গতবছরের তুলনায় মালদ্বীপ থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

 

 

 

 

 

এদিকে পর্যটনের স্বর্গরাজ্য দ্বীপরাষ্ট্র মালদ্বীপের জনসংখ্যা প্রায় ৬ লাখ। এর এক চতুর্থাংশই প্রবাসী বাংলাদেশি।

চলতি বছরের শুরুতে সীমিত পরিসরে ভিসা চালু করলেও দুর্নীতির অভিযোগে বন্ধ হয়ে যায় বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ। তবে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের এই সংকটে রেমিট্যান্সে কোনো প্রভাব পড়েনি। বরণ ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। রেমিট্যান্স প্রেরণের শীর্ষে থাকা বাংলাদেশের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে মালদ্বীপে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানিয়েছেন প্রবাসীরা। এতে অবৈধ হুন্ডির অপতৎপরতা বন্ধের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে বলে জানান তারা।

এম এম

×