ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

টাউনসভিলের বাংলাদেশি সম্প্রদায়ের বসন্তকালীন ভর্তা উৎসব

প্রকাশিত: ১৮:৩৪, ৭ অক্টোবর ২০২৪

টাউনসভিলের বাংলাদেশি সম্প্রদায়ের বসন্তকালীন ভর্তা উৎসব

উত্তর কুইন্সল্যান্ডের সুন্দর শহর টাউনসভিলে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় গত রবিবার ৬ অক্টোবর বসন্তকালীন ভর্তা উৎসবের আয়োজন করে। মনোরম বালগাল বিচে অনুষ্ঠিত এ উৎসবে ২২টি পরিবার থেকে প্রায় ৭৫ জন অংশগ্রহণ করেন। 

তারা  সকলে বিভিন্ন ধরনের সুস্বাদু ভর্তা এবং খাবার নিয়ে আসেন যা তারা একে অপরের সাথে ভাগ করে উপভোগ করেন।অনুষ্ঠানে প্রায় ৩৮ ধরনের ভর্তা পরিবেশন করা হয়েছিল, যার মধ্যে অনেকগুলি অনন্য এবং ভিন্ন ধরনের খাবার ছিল যা আমাদের দৈনন্দিন জীবনের খাবারের টেবিলে সবসময় থাকে না। আনন্দঘন পরিবেশে সকলেই তাদের পছন্দমতো খাবার উপভোগ উপভোগ করে তাদের তৃপ্তি প্রকাশ করেন।

খাবারের পাশাপাশি ছিল শিশুদের জন্য বিভিন্ন খেলা আর প্রাপ্তবয়স্কদের জন্য সমুদ্রের ধারে মৎস্য শিকারের আয়োজন। এদিন সবাই আনন্দ ও খুশিতে ভরে একটি স্মরণীয় সময় কাটান।

এসআর

×