স্প্যানিশ সুপার কাপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রবিবার প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দল ৫-২ গোলে বিধ্বস্ত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। বছরের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড ১৫তম ট্রফি উঁচিয়ে ধরার নজিরও গড়ে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা। অন্যদিকে সুপার কাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে কাতালান ক্লাবটির রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু লস ব্ল্যাঙ্কোসদের হতাশায় ডুবিয়ে মরুর বুকে বছরের প্রথম শিরোপা জয়ের উৎসব করেছে ইয়ামাল-লেভানডোস্কি-রাফিনহারা।
সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে রবিবার মুখোমুখি হয় স্পেনের দুই জায়ান্ট ক্লাব। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় রিয়াল-বার্সেলোনা। শুরুটা বার্সেলোনা করলেও তার ফল ভোগ করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল নিয়ে নিজের ট্রেডমার্ক দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বার্সেলোনার জালে বল জড়ান কিলিয়ান এমবাপে। গোল হজম করেই যেন দিশেহারা হয়ে পড়ে কাতালান ক্লাবটি। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
প্রথমার্ধের ২২ মিনিটেই গোল করে সমতায় ফিরে বার্সেলোনা। গোলের নায়ক স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল। শান্ত মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিজেদের সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসার দারুণ এক উপলক্ষ এনে দেন কাতালানদের ১৭ বছর বয়সী এই তরুণ। সমতায় ফিরে যেন আরও বেশি জ্বালানি পেয়ে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ৩৬ মিনিট থেকে বিরতিতে যাওয়ার আগে রিয়ালের জালে আরও ৩ গোল করে বার্সা। ৩৬ মিনিটে গাবিকে এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। ১১ গজ দূরত্ব থেকে গোল করে কাতালানদের লিড এনে দেন লেভানডোস্কি। ২ মিনিট পর রাফিনহা অসাধারণ দর্শনীয় এক হেডে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১। প্রথমার্ধের যোগ করা সময়ের ৯ মিনিটে ডিফেন্ডার বালদে গোল করলে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। কেননা, ততক্ষণে যে ৪-১ গোলে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল।
৪৮ মিনিটে মার্ক কাসাদোর পাস ধরে অ্যান্তোনিও রুডিগার ও অঁরিলিয়ে চুয়ামেনিকে পরাস্ত করে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। ফ্রি কিক থেকে দারুণ এক শটে ব্যবধান ৫-২ করেন রদ্রিগো। ম্যাচের বাকি ৩৪ মিনিটসহ যোগ করা সময়ে ১০ জনের বার্সেলোনাকে পেয়েও তেমন কিছু করে দেখাতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। সেইসঙ্গে হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম ট্রফি জয়ের আনন্দে মাতে কাতালান ক্লাবটি। বার্সেলোনার কোচ হিসেবে প্রথম শিরোপা জিতে দারুণ রোমাঞ্চিত হ্যান্সি ফ্লিক। ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি সত্যিই অনেক গর্বিত। দলকে নিয়ে গর্বিত, সব স্টাফ, এই ক্লাব, সমর্থক, সবাইকে নিয়ে। অবিশ্বাস্য একটা ম্যাচ হলো। কোচদের জন্য অবশ্য অতটা (দুর্দান্ত) নয়। তবে সমর্থকদের জন্য সত্যিই চমৎকার।’