ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আজও আমি অসম্পূর্ণ

শরিফুল রোমান

প্রকাশিত: ১০:১৬, ২৯ এপ্রিল ২০২৫

আজও আমি অসম্পূর্ণ

ছবিঃ সংগৃহীত

পড়ন্ত বিকালে ক্লান্ত শরীরে নদীর পাড়ে বসে আছি। 
কি সুন্দর বাতাস বয়ে যাচ্ছে। দেহ মন জুড়িয়ে যাচ্ছে হাওয়ায়। 
পুরো শরীরটাই সতেজ হয়ে যাচ্ছে। একা একা বসে এই সুন্দর পরিবেশ টা অনুভব করছি। 
আর ভাবছি, পাশে যদি থাকতো কোনো অষ্টাদশী তাহলে  বিকাল হতে সন্ধ্যা অবধি কাটিয়ে দিতাম।

আমি রুদ্র কমল
মাস্টার্স এর শিক্ষার্থী। পাশাপাশি একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষানবিশ প্রতিনিধি হিসেবে কাজ করছি। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি। 

কিছু সময় আগেও মনটা খারাপ ছিলো। আজই জানতে পারলাম, আমার স্থায়ী নিয়োগের বিষয়ে সবকিছু ফাইনাল হয়েছে। আগামী সপ্তাহেই ঢাকাতে যেতে হবে। এইচআর থেকে ফোন দিবে।
শুনেই মনটা ভালো হয়ে গেল। ঘন্টা খানিক এখানে বসে আছি।

এটা আমার খুব প্রিয় জায়গা। আমার যখন খুব মন খারাপ হয় তখন এখানে এসে বসে থাকি। আবার যখন খুব বেশি খুশি লাগে তখন ও এসে বসে থাকি। কেনো জানিনা এই জায়গায় আসলেই আমার মনে এক ধরনের প্রশান্তি লাগে।

কাশফুল হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ টা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললাম- 

আজ তোমাকে বড্ড মনে পড়ছে বিন্দু। সেদিনও আমার হাতে ছিলো কাশফুল পাশে ছিলে তুমি। আর জায়গাটা ও একই কিন্তু আজ তুমি নেই। তুমি আমাকে ছেড়ে চলে গেছো অনেক দূর। আজও ভুলতে পারিনি তোমাকে। পারবো না, কখনো। শুধু তুমি নেই বলে- আজও আমি অসম্পূর্ণ।

মুমু

×