
ফাইল ছবি
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। রেখে গেছেন তিন ছেলে ময়নুল আবেদিন মিতু, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিনসহ বহু গুণগ্রাহী।
১৯৪৬ সালে জয়নুল আবেদিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহানারা। শিল্পাচার্যের কর্মজীবনের নীরব সহচর হিসেবে তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বসবাস করছিলেন তার স্মৃতিবিজড়িত বাড়িতেই।
তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, জাহানারা আবেদিন ছিলেন শিল্পাচার্যের সাফল্যের নেপথ্য প্রেরণা। তিনি তার শিল্পচর্চায় সর্বদা পাশে থেকেছেন।
এসএফ