ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

যেসকল ক্লাসিক লেখকদের বইগুলো বইপ্রেমিদের অবশ্যই পড়া উচিত!

প্রকাশিত: ১৭:০৫, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:০৬, ২৪ এপ্রিল ২০২৫

যেসকল ক্লাসিক লেখকদের বইগুলো বইপ্রেমিদের অবশ্যই পড়া উচিত!

ছবি: সংগৃহীত

বিশ্ব বই দিবস ২০২৫ উপলক্ষে, বইপ্রেমীদের জন্য বিশ্বের ১০ জন ক্লাসিক লেখকের পরিচিতি তুলে ধরা হয়েছে, যাদের রচনা সাহিত্য জগতে অমর হয়ে থাকবে। এই লেখকদের বই পড়লে পাঠকরা যেমন সাহিত্যিক সৌন্দর্য উপভোগ করবেন, তেমনি মানবতা, সমাজ, প্রেম ও নৈতিকতার মতো গভীর বিষয়েও চিন্তা করতে পারবেন।

১. রবীন্দ্রনাথ ঠাকুর 

নোবেল পুরস্কার বিজয়ী এই বাঙালি কবি, গীতাঞ্জলি ও 'ঘর-বাইরের' মতো রচনার মাধ্যমে বিশ্ব সাহিত্যে অসামান্য অবদান রেখেছেন। তার লেখায় মানবতা, প্রেম ও আধ্যাত্মিকতার মিশ্রণ রয়েছে।

২. লিও টলস্টয় 

রাশিয়ার এই মহাকবি 'ওয়ার অ্যান্ড পিস' ও 'আনা কারেনিনা'র মতো উপন্যাসের মাধ্যমে রাশিয়ান সমাজ ও মানুষের মনস্তত্ত্ব গভীরভাবে তুলে ধরেছেন। তার রচনায় নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রতিফলন স্পষ্ট।

৩. আর. কে. নারায়ণ 

ভারতের এই লেখক 'মালগুডি ডেজ' ও 'দ্য ইংলিশ টিচার' এর মাধ্যমে ছোট শহরের জীবন ও সংস্কৃতিকে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। তার লেখায় হাস্যরস ও মানবিক সম্পর্কের গভীরতা রয়েছে।

৪. জেন অস্টেন

'প্রাইড অ্যান্ড প্রেজুডিস' ও 'এমা' এর মতো উপন্যাসের মাধ্যমে ১৮শ শতকের ইংল্যান্ডের সমাজ, প্রেম ও বিবাহের ধারণা বিশ্লেষণ করেছেন। তার লেখায় নারীর স্বাধীনতা ও সামাজিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে।

৫. মুন্সী প্রেমচন্দ 

হিন্দি-উর্দু সাহিত্যের এই কিংবদন্তি 'গোদান' ও 'কফন' এর মাধ্যমে ভারতের গ্রামীণ জীবন, দারিদ্র্য ও সামাজিক অবিচারের চিত্র তুলে ধরেছেন। তার রচনায় মানবিক মূল্যবোধ ও নৈতিকতার প্রতিফলন স্পষ্ট।

৬. চার্লস ডিকেন্স 

'অলিভার টুইস্ট' ও 'গ্রেট এক্সপেকটেশনস' এর মতো উপন্যাসের মাধ্যমে ভিক্টোরিয়ান ইংল্যান্ডের দরিদ্রতা, শিশু শ্রম ও সামাজিক অবিচারের চিত্র তুলে ধরেছেন। তার লেখায় চরিত্রের গভীরতা ও সামাজিক সমালোচনা রয়েছে।

৭. মহাশ্বেতা দেবী 

ভারতের এই লেখিকা 'হাজার চুরাশির মা' ও 'রুদালি' এর মাধ্যমে আদিবাসী ও নিপীড়িত জনগণের সংগ্রাম ও সামাজিক অবস্থান নিয়ে লিখেছেন। তার রচনায় সমাজের অন্ধকার দিক ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র স্পষ্ট।

৮. জর্জ অরওয়েল 

'১৯৮৪' ও 'অ্যানিমেল ফার্ম' এর মাধ্যমে রাজনৈতিক দমন-পীড়ন ও সমাজের অস্বচ্ছতা নিয়ে গভীর সমালোচনা করেছেন। তার লেখায় স্বৈরাচারী শাসনব্যবস্থা ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র স্পষ্ট।

৯. রামধরী সিং 'দিনকর'

হিন্দি সাহিত্যের এই কবি 'রশ্মিরথি' ও 'উর্বশী' এর মাধ্যমে ভারতীয় পুরাণ ও ইতিহাসকে আধুনিক ভাষায় উপস্থাপন করেছেন। তার কবিতায় দেশপ্রেম ও নৈতিকতার প্রতিফলন রয়েছে।

১০. ফ্রাঞ্জ কাফকা 

'দ্য মেটামরফোসিস' ও 'লেটার্স টু মিলেনা' এর মাধ্যমে মানুষের অস্তিত্ব, বিচ্ছিন্নতা ও সমাজের অস্বচ্ছতা নিয়ে লিখেছেন। তার রচনায় মানুষের মনস্তত্ত্ব ও সমাজের অন্ধকার দিকের চিত্র স্পষ্ট।

এই লেখকদের রচনা পাঠ করে পাঠকরা সাহিত্যিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক অবিচার ও নৈতিকতার মতো গভীর বিষয়েও চিন্তা করতে পারবেন। বিশ্ব বই দিবসের এই উপলক্ষে তাদের রচনা পাঠে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শিহাব

×