ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কবিতা: বুনোফুল

মুহাম্মদ আলমগীর হোসেন

প্রকাশিত: ১৪:২১, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:২৩, ১৮ এপ্রিল ২০২৫

কবিতা: বুনোফুল

ছবি: সংগৃহীত

আমার সমস্ত বসন্তে সঞ্চিত ফুল বীজ
নিথুয়া হৃদয়ের ভেজা মাটিতে অঙ্কুরিত
অযত্নে নেতিয়ে পড়েছে সোনালু ব্যতীত।

কুঁচকানো পত্রপল্লব হলুদের একাকার 
অলক্ষ্যে ফুটে ফুল হৃদয় উথলিত
সবাই ডাকে বুনোফুল- আমি ব্যতীত।
একাই ফুটেছে মাধুকরী রোধীবে কে তারে
অযত্নে মৃগ কস্তুরি আমি বাধিত
সোনালু বুনোফুল পাশাপাশি হোক শোভিত।

কবি: মুহাম্মদ আলমগীর হোসেন

ফারুক

×