ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

অনুগল্প:গল্প লেখা হয় একবারই

শরিফুল রোমান

প্রকাশিত: ১১:০১, ১৪ এপ্রিল ২০২৫

অনুগল্প:গল্প লেখা হয় একবারই

গল্প জেগে উঠে জীবন থেকেই। অযুত বছর ধরে জমে থাকা স্বপ্নকথাই এক একটা শব্দের গাঁথুনিতে সৃষ্টি করে গল্প। যে গল্প মানুষের পারস্পরিক দ্বন্দের, স্বপ্নভঙ্গের, বেঁচে থাকার কিংবা কারো হারিয়ে যাবার। সেই গল্পের আকার যখন বিষণ্ণতার মেঘে মিশে মহীরুহ হয়ে ওঠে, জীবন আর স্বপ্নের কাঁটাতারে তখন বাঁধা থাকে সামান্যই। এক পলকের ছোট্ট জীবনটাকে অযথাই খুব জটিল করে ফেলি আমরা। মনের গহীনে দাগ কেটে যাওয়া সময়গুলোকে আমরা নিতান্ত অবহেলাতে কোন এক ধুলোপড়া কোণে ছুঁড়ে দেই। আমরা ভুলে যাই, এই পৃথিবীতে আমাদের গল্প লেখা হয় একবারই।

আফরোজা

×