ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আজ বাঙলা ঢোল ডাক দিয়েছে

মাহফুজ রিপন 

প্রকাশিত: ০১:০৪, ১৪ এপ্রিল ২০২৫

আজ বাঙলা ঢোল ডাক দিয়েছে

ইলিশ পান্তা তেলে ভাজা শুকনো মরিচ
ভরা আছে মাটির ভাড়ে।
রাঙা বৌ পায়েশ রাধে খৈ-মুড়ি
সাথে সন্দেশ আছে।
আজ বাঙলা ঢোল ডাক দিয়েছে।

মঙ্গলযাত্রার ক্ষণ এলো যে;
মায়ের কাছে দাবি জানাই
বিদ্যা- বুদ্ধি- বৈরাগ্য চাই।

বাঙালির তো বাউল প্রাণ
আজ মিলে যাবে সব বাঙালি 
সংক্রান্তির এই বাউলমেলায়,

আজ বাঙলা ঢোল-
আজ বাঙলা ঢোল ডাক দিয়েছে।
ঐ শোন সব তেহাই বাজে।

সুখের খোঁজে হতাশ বন্ধু? 
ফিরে চলো বাঙলা ঘরে।
নাড়ি পোতা আছে সবার
খুঁজতে থাকো পাবে তারে।

 

মাহফুজ রিপন
সম্পাদক, ব্যাটিংজোন।
কবি, উপস্থাপক, নাট্য নির্দেশক
কার্যনির্বাহী সদস্য, মুকসুদপুর শিল্পকলা একাডেমী।

রাজু

×