
এবছর অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রহিম আব্দুর রহিমের গ্রন্থ ‘দেখা শোনা জানা কথা’, প্রকাশ করেছে অভিযান প্রকাশনা প্রতিষ্ঠান। মোট ৩১টি প্রবন্ধের প্রত্যেকটিই কোনো না কোনো পত্রিকায় প্রকাশ হওয়ার পর তা গ্রন্থ পরিক্রমায় স্থান পেয়েছে। প্রথম প্রবন্ধ ‘প্রাণের প্রাঙ্গণ বাংলা একাডেমি’তে তুলে এনেছেন, ভাষা আন্দোলন উঠে এসেছে শহীদ মিনারের সংক্ষিপ্ত ইতিহাসসহ বইমেলার স্থান পরিবর্তনের অযৌক্তিক দাবির বিপক্ষে যৌক্তিক বক্তব্য। ‘বাংলাদেশ-ভারত সীমান্ত সমস্যা এবং কিছু কথা’ প্রবন্ধে উপস্থাপন করেছেন সীমান্ত হত্যার দালিলিক তথ্যাদিসহ ভয়াবহ কিছু ঘটনা। ৫ আগস্টের পর লেখকের নিজ জেলায় কিছু সৃজনশীল কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরেছেন, ‘পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে সাইক্লিং, শৈশব ভরা একটি দিন’ এর শিরোনামের এক প্রতিবেদনে। পর্যটকদের জন্য লেখা প্রকৃতির রূপসী কন্যা পঞ্চগড়ের মুক্তাঞ্চল, সম্প্রীতি-সংস্কৃতির পঞ্চগড়ের পর্যটন শিল্প শিরোনামের প্রবন্ধ। এই দুটি প্রবন্ধে পঞ্চগড়ের রূপবৈচিত্র্য উঠে এসেছে সাবলীল ভাষায়। প্রকৃতি পরিবেশ নিয়ে প্রবন্ধে তুলে ধরেছেন বৃক্ষরাজির গুরুত্ব এবং বর্তমান বিশ্বের অবস্থা। গ্রামগঞ্জের অনুন্নত অবস্থাও স্থান পেয়েছে গ্রন্থের বেশ কয়েকটি প্রবন্ধে। প্রধান উপদেষ্টা ড.ইউনূস কর্তৃক বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তাঁর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে শিরোনাম হয়েছে ‘একুশ মানে অবিরাম সংগ্রাম’। তারুণ্যের ভাবনায়, আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারের নির্যাস বক্তব্য স্থান করে নিয়েছে গ্রন্থে। সোনাই মাধব নৃত্যনাট্যের কাহিনীর বিস্তারিত বর্ণনা তুলে এনেছেন সাহিত্যের রসে। মুগল সাম্রাজ্যের নারী সম্প্রদায়ের ব্যবহার্য অলঙ্কারের ইতিহাস তুলে ধরা হয়েছে দেখা শোনা জানা কথা বইটিতে। সাহিত্য রসে বর্ণিত ‘প্রকৃতির রহস্যঘেরা বৃক্ষ কাহিনী’ শিরোনামের এক অপূর্ব প্রবন্ধ এতে জায়গা করে নিয়েছে । ’৭১-এর প্রেক্ষাপটে গোয়েন্দা এক কাহিনীতে উঠে এসেছে এক মুক্তিযোদ্ধার জীবনালেখ্য। মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যার করুণ আলেখ্যও স্থান পেয়েছে তাঁর এই বইতে। কারাগারের ভেতর বাহির নিয়ে রচিত প্রবন্ধ ‘কারাগারের বিচিত্র জীবন’ এ উন্মোচিত হয়েছে অন্ধকার জীবনের ইতিকথা। গ্রন্থে একুশ শতকের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, নজরুলের কৈশোর জীবন, পঞ্চগড়ের শিশু সমাচার, ইতিহাসে দিঘা-পৈতার দিগপাইত, করোনাকালের ব্যঙ্গ প্রবন্ধ ‘মহামারি, তেরেসা এবং আবিষ্কার’, প্রকৃতি, প্রাণ প্রাণি পরিবেশ বিষয়ক একটি নাটকের রিভিউ প্রতিবেদনও আছে বইতে। কৃষক-কৃষি ও প্রান্তজনের কথা, নগর বাউল জেমস’র এক প্রোগ্রাম নিয়ে পঞ্চগড়ের শান্তি প্রিয় মানুষের বর্ণনাও দেওয়া আছে এক প্রতিবেদনে। সহজ সরল ভাষার গ্রন্থটির প্রচ্ছদ করেছেন রাব্বী খান, যার অক্ষর বিন্যাসে মো.হাসিবুল ইসলাম। ৫৫০ টাকা মূল্যের ‘দেখা শোনা জানা কথা বই’টির পরিবেশক ঢাকার পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বই এবং অভিযান পাবলিশার্স কলকাতা, ভারত।