ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১

শিশুশিল্পী জুনায়রা সাজ

রেজা ফারুক

প্রকাশিত: ১৯:২৩, ২১ মার্চ ২০২৫

শিশুশিল্পী জুনায়রা সাজ

‘ছবিও কি কথা বলে ওঠে
নিভৃতে ফোটে
শুভ্র কহ্লার, জুঁই, চন্দ্রমল্লিকা
ক্যানভাসে।’

এলো যেহেতু ছবির কথা তাহলে ছবির কথাই বলি। ইজেল থেকে ছুঁয়ে ছুঁয়ে রঙতুলি নিয়ে ক্যানভাসে যে রঙের প্রাঞ্জল ছোঁয়ায় মূর্ত আর বিমূর্ত ছবি ফুটে ওঠে তাই হয়ে ওঠে এক একটি চিত্রকর্ম। এ চিত্রকর্মকে অনুভব করতে হয় হৃদয় দিয়ে। এর কোনো ভাষা নেই, কিন্তু তারপরেও এই ছবির ভাষা যেনো আকাশ সমান। যা শুধুই উপলব্ধি করা যায়, কিন্তু ছোঁয়া যায় না। অ্যাক্রেলিক প্যাস্টেল, ফিউশন, অ্যাবস্ট্রাক্ট, ড্রয়িং এ্যাচিং কত নামে কতভাবে যে একজন চিত্রশিল্পী ছবি আঁকেন এবং এভাবেই মন ও জীবনবোধের ছায়াটাকে ফুটিয়ে তোলেন তার তিন বাই পাঁচ ফ্রেমের ক্যানভাসে।
ছবির কার্নিশে কখনো কখনো সন্তর্পণে বৃষ্টির ফোঁটা জমে থাকে আর রূপোঝুরি ভোরের প্রতিচ্ছায়া। এমনি সব অসম্ভব সুন্দরের ছবি হৃদয়গ্রাহী করে ফুটিয়ে তোলেন ক্যানভাসে তরুণতম চিত্রশিল্পী জুনায়রা সাজ। যার ছবির মর্মরে ছায়া ফেলে কোনো এক বিষণ্ন বিকেলের মুখচ্ছবি, নির্জন দুপুরের সুনসান ছবিটিও ফুটে ওঠে নিবিড় মমতায়। শৈশবে জুনায়রা সাজের ছবি আঁকায় হাতেখড়ি হলেও স্কুল গোয়িং সময় থেকে ছবি আঁকায় মনোযোগী হয়ে ওঠে। বাবা-মায়ের ইচ্ছায় জুনায়রা সাজের শিল্পের পথে পা বাড়ানো। বিশেষ করে তার মায়ের সাহচর্য পরিচর্যায় জোনায়রা সাজ শিল্পচর্চায় অভিসিক্ত হয়ে শৈল্পিক পথে তার এগিয়ে যাওয়া। বাবা-মায়ের প্রেরণা তাকে আরও বহুদূর নিয়ে যাবে।


জুনায়রা সাজ এক সুগভীর সামুদ্রিক গভীরতা ধারণ করে প্রকৃতির নির্জনতাকে অবগাহন করে এবং জীবনবোধের গল্পকে ধারণ করে। জলরঙের মায়াবী অ্যাপ্রোচিং তার ছবিতে এক অনবদ্য পোয়েটিক সেনসেশনের রিদমিক সিম্ফনিতে রূপায়িত করে। আর এখানেই জুনায়রা সাজের স্বকীয়তা স্পষ্ট হয়ে ওঠে।
প্রতিভাময়ী তরুণতম শিল্পী ২০২৪ সালে জাপানে অনুষ্ঠিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে গ্রিন ডালে ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী জুনায়রা সাজ। ছবি আঁকার ক্ষেত্রে তার প্রতিটি ছবিতে চমৎকার কাব্যময়তা ফুটে ওঠে। প্রকৃতি, গ্রাম বাংলা ছাড়াও তার ছবি আঁকার মাধ্যম নিয়ে ভাবনা অনেক বিস্তৃত। চিত্রশিল্পী জুনায়রা সাজ নৃত্য শিল্পেও নিজেকে জড়িয়ে নিয়েছে। তার মা তাকে সার্বক্ষণিক সাহচার্য দিয়ে যাচ্ছেন। জুনায়রা সাজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও হেমা জারিনের একমাত্র কন্যা এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিঞা ও হেসাম উদ্দিন আহমদের (সচিব, অব. পিএসসি) দৌহিত্রী।

×