ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

কবিতা

দেখা হতে-হতে

চৌধুরী ফেরদৌস

প্রকাশিত: ১৭:৩৩, ২০ মার্চ ২০২৫

দেখা হতে-হতে

দেখা হতে-হতে
চৌধুরী ফেরদৌস

দেখা হতে-হতে
তোমাকে পেয়েছি:

কোথাও দাঁড়িয়ে ছিলে না তুমি,
আমারও পড়েনি চোখ হঠাৎ।

দেখা হতে-হতে:
উঠতে, বসতে
অঙ্ক কষতে, না কষতে
তোমাকে বুঝেছি।

তোমার দুগালে
ঈষৎ ছিল যে টোল,
আমার বোকামি দেখে
যদি না হাসতে,
কখনোই দেখা হতো না

তোমার দুচোখে এত অনুরাগ,
তুমি না রাগলে,
কিছুতেই বোঝা যেত না!

গ্রীষ্মের পর বর্ষা,
বর্ষার পর শরৎ,
শরতের পর হেমন্ত,
হেমন্তের পর শীত

যদি না আমার পাশে,
যদি না আমার সাথে,
যদি না আমার পিছে,
যদি না আমার সামনে দাঁড়াতে

আমার জীবনে
কখনো বসন্ত
আসত না

তোমাকে পেয়েছি:
কোথাও দাঁড়িয়ে ছিলে না তুমি,
আমারও পড়েনি চোখ হঠাৎ

তুমি বলেছিলে
দুলাল সরকার

তুমি  বলেছিলে নিসর্গ হও ...পাটক্ষেত
জলের কোরক খুলে পদ্মের আবাদ,
কঠিন  বিবরে ঘুমহীন  রাত্রির  নি: শ্বাস
মনের  মোচর... ভেবনা, রন্ধনশালায়
সব আনাচের দেখা  হবে কড়াইর ভেতর,
কলুর  বলদের পাও যেমন  নিষ্পাপ
তবু তার কাছে  রোদ মারতে যাও,
মনে রেখ, একমাত্র  বালিকা বন্ধুর সাথে
শুদ্ধ হওয়া যায়... কারণ সে বিশেষ
বিশুদ্ধ বোঝেনা বলে অশেষ মৌনাঙ্গ।

একটু উষ্ণতার খোঁজে
মাজহারুল ইসলাম

একটু উষ্ণতার খোঁজে...
সুদূর সাইবেরিয়া থেকে ছুটে আসে বালিহাঁস
কিংকর্তব্যবিমূঢ় আমিÑ
কুয়াশার চাদর জড়িয়ে গায়ে মাখি শীতের তীব্রতা
আদরে গদগদ হয়ে-
কবে একবার বলেছিলে-
শীতে পুড়ে যাওয়া ঠোঁট বড্ড ভালোবাসো
তামাটে ঠোঁটের অপেক্ষা বড্ড পুড়ায় তোমাকে
সেই থেকে অদ্যাবধি পুড়ে যাচ্ছি শীতের উষ্ণতায়।

প্রয়াসের হাতল
দেলওয়ার হোসেন

কী ভাবছো! ভেবে দেখেছো?
ধুলোয় মিশে গ্যাছে চেতনার জীবন পাঠ
সময়ের ধারাপাত সময়ে আতস্থ না হলে
এলোমেলো হবে নির্ঘাত
ধীরে ধীরে প্রাপ্তির সিঁড়ি বেয়ে উঠা প্রয়াসের হাতল
মুষ্টিবদ্ধ না হলে হিসাব মিলানো যায় না আজীবন।

ধর্ষণ দর্শন
তুহীন বিশ্বাস

আর নিমিষেই কিডন্যাপ হয়ে যায় সতিত্ব
সম্পর্ক ভুলে যায় রক্তপিপাসু নরপিশাচ,
বিষদাঁতের তীক্ষè আঁচড়ে রক্তাক্ত মানচিত্র
ওই কুকুরগুলো টেনেহিঁচড়ে খায় মাংসপিণ্ড।

ধর্ষণ এখন দর্শনের পথে সগৌরবে হাঁটে
সভ্যতার অন্দর কুৎসিত কিম্ভূতকিমাকার,
অদৃশ্য হলফনামায় বিবেকের নগ্ন বিসর্জন
আতংকিত সমাজ নতুন সূর্যোদয়ের খোঁজে।

আইনের সূক্ষ্ম মারপ্যাঁচে ধর্ষিতা ভুক্তভোগী
সমাজচ্যুত ও একাকিত্বের গ্রাসে গৃহত্যাগী,
বিচারকের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে প্রহসন
এটা অন্যায়ের কাছে পরাস্ত ন্যায়ের ক্রন্দন।

মিছিল প্রতিবাদে উত্তাল ঢেউয়ের সেøাগান
হাসপাতালের চাদরে রক্তাক্ত জীবনের গান,
সময়ের ডানায় উবে যায় যত বেদনার সুর
মানচিত্রের স্বাধীনতা রক্ষা করা দূর বহুদূর।  
অবশেষে মর্গে পড়ে থাকে আছিয়ার লাশ
নগ্নতার কারসাজিতে ধর্ষক চূড়ান্ত খালাস।

×