
আনন্দের ভেতর কষ্ট
একটা ভাবনা ফুল হয়ে হেলান দিয়ে আছে আমার হৃদয়ে
সেই ফুলের টানে ছুটে এলো কিছু মৌমাছি আরো কিছু ভাবনা হয়ে
মাধুর্য ও মধুর তৃষ্ণায়।
গ্রীক বাঁশিওয়ালা,
যে পথে ঘাটে ও বাজারে ঘুরে বেড়াতো
আর কমলা গাছ থেকে প্রলুব্ধ করে আনতো পারতো পোকামাকড়ের ঝাঁক,
আমি মহানন্দে তার শিল্পের জন্য আশা বেঁধে রেখেছিলাম,
যাতে আমি যাপন করতে পারি এমন ভাবনার জগতে
যা প্রশান্তিতে ভরে রাখবে সারাক্ষণ।
একজন দুর্বল মানুষের বোকা প্রতিপক্ষ হলো তার নিরর্থক ইচ্ছারা!
আমি যখন বলছিলাম,
বলেছিলাম এই ভাবনাগুলো ফুলের মতো, হয়ে গেল তারা কর্কশ বিছুটি লতা
যে ভাবনাগুলোকে মৌমাছি বলেছিলাম, তারা আমার শরীরে ফুটালো বিষের হুল।
আহা! চিৎকার করে যুক্তিরা কেঁদে ওঠে,
তোমার সবচেয়ে সুখের ও আনন্দের ভাবনাগুলো যখন
অনেক ক্ষণ ধরে মুগ্ধতায় ভরে রাখে,
দুঃখবোধে রূপ নিয়ে প্রমাণ করে তারা সবাই
যথেষ্ট কষ্টের হুল হয়ে দংশানোর জন্য।