
দেশ প্রেমিক হও
বাবুল তালুকদার
ফাল্গুন এলো ছড়িয়ে দিলো রঙধনুর ঐ রঙ
নানা রঙের পোশাক পরে করছে মানুষ ঢঙ।
নতুন দিনের স্বপ্ন চোখে প্রাণে পেলো সুখ
দেশ ও মাটির গান গাইছে রইলো না আর দুঃখ।
লাল-সবুজের বাংলাদেশে জন্ম সবার হয়
বাংলা ভাষায় কথা বলে, কত কথাই কয়।
ভুলে ভুলে জীবন কাটে যার যা ইচ্ছে কয়
স্বাধীনতার যুদ্ধ দেখলে সবাই পেত ভয়।
আবেগ নিয়ে চলছে মানুষ প্রাণচঞ্চল মন
নিজের দেশের ক্ষতি করে লাভ কী জনগণ?
স্বাধীন দেশের স্বাধীন মানুষ সোনার মাটির দেশ
সঠিক পথে চললে পরে রইবে না আর রেশ।
মানবতার সঙ্গে মানুষ সবাই কথা কও
স্বার্থ-লোভ ছেড়ে দিয়ে দেশপ্রেমিক হও।
মৌ পরিবেশে
শাহীন খান
প্রজাপতির পাখায় দেখ ফাগুন আসে
সারাক্ষণই সুরও গানে স্রোতে ভাসে।
ঝিকিমিকি রোদ যে থাকে উঠোন জুড়ে
বেজে চলে মিঠে বাঁশি নিকট- দূরে।
ফুলও পাখি মিলে মিশে হাওয়ায় দোলে
স্বপ্ন সকল দেয় যে ধরা হৃদয় কোলে!
কাব্যছড়ায় যায় ভরে যায় কবির খাতা
গাছে গাছে হেসে ওঠে সবুজ পাতা।
পরম সুখে যায় ছেয়ে যায় প্রিয় স্বদেশ
ভালো লাগে কি যে আহা মৌ পরিবেশ!
ফাগুনের ছবি
মুহাম্মদ রফিক ইসলাম
ঘাসের ডগায় শিশির ফুলে
সোনা রোদের ঝলক,
দুষ্ট ফড়িং নাচে যেন
যায় না ফেরান পলক।
গাছে গাছে কচি সবুজ
পাতার ফাঁকে পাখি,
বউ কথা কও, কোকিল ডাকে
গলায় সোহাগ মাখি।
শিমুল ফুলের রাঙা শোভা
কৃষ্ণচূড়ার হাসি,
ঝিঁঝি পোকা আকুল মনে
বাজায় পাতার বাঁশি।
একটু গরম একটু শীতে
কানামাছি খেলা,
ফাগুন দিনের এসব ছবি
আঁঁকি সারাবেলা।
চাই চাই
ছাদির হুসাইন
চাই চাই
টাকা চাই।
ঘর-বাড়ি পাকা চাই
রাজকীয় থাকা চাই
জমিজমা রাখা চাই
আঁকা চাই
ডাকা চাই
জীবিকার শাখা চাই॥
চাই চাই
মাটি চাই।
ক্ষমতার কাটি চাই
মমতার ঘাঁটি চাই
প্রিয় পরিপাটি চাই
লাঠি চাই
খাঁটি চাই
ভোরে হাঁটাহাঁটি চাই॥
চাই চাই
সতী চাই।
ভালো কাজে মতি চাই
হাসি-খুশি রতি চাই
দিনে-রাতে নতি চাই
অতি চাই
পতি চাই
জীবনের গতি চাই॥
দাঁত উঠেছে
আলমগীর কবির
খোকনের মুখে দাঁত
তাই নিয়ে মাতামাতি,
মা বাবার খুশি যেন
বেড়ে গেছে রাতারাতি!
খোকনের মুখে দাঁত
তাই নিয়ে হইচই,
দাদা দাদী ছুটে আসে
বোন বলে, কই কই?
কথা শুনে খোকা যেই
হেসে উঠে ফিকফিক,
ভোর বেলা চাঁদ যেন
হেসে উঠে ঝিকমিক!
রোজা এলো
শারমিন নাহার ঝর্ণা
রোজা এলো রোজা এলো
বলছে খোকন সোনা,
সেহরি খাবো ইফতারিও
সময়সূচী বোনা।
রোজার মাসে খুশি মনে
করব ভালো কাজ,
মন্দ কাজে মনের মাঝে
লাগে যেন লাজ।
রোজার মাসে খুশি মনে
শুনবো কুরআন পাঠ,
সন্ধ্যা বেলায় ইফতারি তাই
ছাড়বো খেলার মাঠ।