
তথাগত পরিণয়-পুরাণের ফাঁদে
অতি-অনুগত পিঁপড়ের সারি ও সমাগম দেখে
গতিরোধ করি, ফিরে যাই
আবার ফিরে আসি রক্তের আদি-অনুরাগে
ভুল-অভুলের অগোচরে-
রাঙা-রমণীর পাশে-
তার শ্রান্তশাসনে!
তারপর, একবার হৃদয়-রমণে
একবার নিসর্গ-শ্রমণে
একবার সৌরভে শিল্পের
শেষে কীসের অন্বেষে সেই তারই কাছে:
যেনো কোন অপরাধে দোষী
যেনো কোন পীড়ায় পতিত-
ছন্নবেশ, পাগল দশায়!
বৃষ্টি নিয়ে এসো
হাফিজা খানম মুন্নি
যদি আসতে চাও, বসন্তের বৃষ্টি নিয়ে এসো
বুনো ফুলের গন্ধ গায়ে মেখে,
তোমার ছায়ায় বসবো ধানসিঁড়ির তীরে
মাথার ওপর উড়ে যাবে ধবল বক
কলমি ফুলের গন্ধে উদাস হবো
তোমার ভেতর;
চোখে চোখে বলো না হয় না-বলা কথা
নীরবতার প্রেমে পড়বো নতুন করে আবার,
যদি আসতে চাও, বসন্তের বৃষ্টি নিয়ে এসো
প্রতিশ্রুতি চাইবো না আর কোনোদিন
এবার শীতেই ঘরছাড়া হবো।
কোথাও যাবো না
মোহাম্মদ আবদুল মাননান
এইখানে গোলাপের চাষ
শহিদ মিনার-স্মৃতিসৌধ,
কচুরিপানা, ঘাসের নিচে বধ্যভূমি
আমি আর কোথাও যাবো না;
এইখানে আমার ছোট ছোট দীর্ঘশ্বাস
দীর্ঘ ভালোবাসা,
আকাশে তারার সাথে মা আছেন
ভাগ্যরাতের তারা হয়ে
অতএব কোথাও যাবো না-
যতই করো বসবাসের অযোগ্য
এই লোকালয়কে,
অনাসেই যেতে পারি
কিন্তু কোথাও যাবো না।
ভালোবাসি খুব
আলম মাহবুব
ভালোবাসাই শেষ কথা।
আর কোন পথ নেই গন্তব্যের দূরত্বে
কেউ ফেরে কেউ ফেরে না
হাহাকারের কোলাহলে
তোমার পদচ্ছাপ বুকের নদীতে ঢেউ তুলে
নীল আলোয় আকাশে মেঘের গল্প সাজায়
তোমার প্রেমের দ্যুতি পড়ে রাঙা হয় অন্ধ বিকেল
সারাবেলা কুহু ডাকে বসন্ত দিনের আলাপে মুখর হৃদয়
ভালোবাসার প্রিয়মুখ এক পৃথিবী সুখের উল্লাস
আলোছায়ার কাব্যকলায় জেগে ওঠা ডুবোচর
ক্লান্ত পথের শেষে ডেকে ওঠে ভালোবাসি খুব।