ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বইমেলায় সংগীত শিল্পী  ফাহমিদা নবীর প্রথম বইয়ের আত্মপ্রকাশ

প্রকাশিত: ১৩:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় সংগীত শিল্পী  ফাহমিদা নবীর প্রথম বইয়ের আত্মপ্রকাশ

সংগৃহীত


এবছরের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর প্রথম বই 'ফাহমিদা নবীর ডায়েরি'।


সংগীত শিল্পী  ফাহমিদা নবী জানান , প্রতিদিনের নানান ঘটনার অভিজ্ঞতা থেকে আমি আমি চিন্তা করি  সেটার একটা ইতিবাচক সমাধানের আর সেই উপলব্ধিগুলো থেকে লেখা এই  বইটি। লেখাগুলো যেন মানুষ পড়ে প্রত্যেকটা লাইনকে উপলব্ধি করতে পারে , তাই কবিতার আঙ্গিকে ছোট ছোট করে লেখা হয়েছে বইটি।


তিনি আরও জানান , তিনি প্রথমে ফেসবুক পেইজে লিখতেন 'ফাহমিদা নবীর ডায়েরি'। সেখান থেকে পাঠকরা সবাই তাকে একটা বই লেখার অনুরোধ জানান , যাতে করে তারা হার্ড কপি বাসায় সংগ্রহে রাখতে পারেন। পাঠকদের অনুরোধের ভিত্তিতেই তার এ বইটি প্রকাশ পেয়েছে এবছরের একুশে বইমেলায়।
 

×