ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা ২০২৫ পেলেন ড. বিশ্বজিৎ ঘোষ

প্রকাশিত: ১৬:২৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা ২০২৫ পেলেন ড. বিশ্বজিৎ ঘোষ

ছবিঃ সংগৃহীত।

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা ২০২৫ পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত লেখক, গবেষক ও শিক্ষাবিদ ড. বিশ্বজিৎ ঘোষ। গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে হরিকেল সাহিত্য পরিষদ আয়োজিত আব্দুর রউফ চৌধুরী স্মরণোৎসবের দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে এই সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি কথাসাহিত্যিক আহমদ বশীর তাঁর হাতে সাহিত্য সম্মাননার ক্রেস্ট তুলে দেন। 

দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা ২০২৫ পাওয়ার অনুভূতি প্রকাশ করে ড. বিশ্বজিৎ ঘোষ বলেন, আমাকে দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য সম্মাননা প্রদান করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটি আমার জন্য অনেক সম্মানের। 

অনুষ্ঠানের সভাপতি ড. মুকিদ চৌধুরী বলেন, আপনাদের সকলের অংশগ্রহণে আব্দুর রউফ চৌধুরী স্মরণোৎসব সমৃদ্ধ হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন থেকে নিয়মিতভাবে আমরা এমন আয়োজন করবো। আগামীতে আপনাদের সাথে নিয়ে আমরা দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী জন্ম শতবর্ষ সফলভাবে সম্পন্ন করতে চাই। 

উল্লেখ্য সমাপনী আয়োজনের পূর্বে কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরীর তিন বই- পরদেশে পরবাসী, অনিকেতন ও নতুন দিগন্ত নিয়ে তিন পর্বে প্রবন্ধপাঠ ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নাট্যকার, গবেষক ও লেখক ড. মুকিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও প্রকাশক ওসমান গণি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার, লোকসংস্কৃতি গবেষক অধ্যাপক জাহান আরা খাতুন, অধ্যাপক মো. ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল, অধ্যাপক মো. হারুন মিয়া, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, সহযোগী অধ্যাপক গৌতম সরকার, গবেষক ও লেখক ড. শাফিক আফতাব,  প্রকাশক আফজল হোসেন, কথাসাহিত্যিক শামস সাইদ, পরিবেশকর্মী তোফাজ্জল সোহেল এবং লেখক ও গবেষক ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন হরিকেল সাহিত্য পরিষদ হবিগঞ্জ এর সদস্য সচিব সিদ্দিকী হারুন।

মুহাম্মদ ওমর ফারুক

×