ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

প্রিয় গন্ধটা তো আমার, আমারই থেকে যাবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

প্রিয় গন্ধটা তো আমার, আমারই থেকে যাবে

অভিনেতা আরশ খান। ছবিঃ সংগৃহীত

ভালোবাসাতো কম দাও না, কম নাও না,
তবু একটা আফসোস রয়ে যাবে।

আদরে গদগদ আমি তন্দ্রা যাই বারেবার ,
তবু একটা আফসোস রয়ে যাবে।

প্রিয় গন্ধটা তো আমার, আমারই থেকে যাবে,
তবু আফসোসটা রয়েই যাবে।

সম্পর্ক গাড়ো হবে ততই , যতো সময় বয়ে যাবে,
আমি না চাইলেও আফসোস রয়ে যাবে।

আমাকে তুমি সারাজীবনই ভালোবেসে যাবা,
কিন্তু তোমাকে আমার  ছাড়তেই হবে,
কারণ জীবনটা ক্ষয়ে যাবে।
তোমার মতো সময় নিয়ে ভালোবাসতে না পারার 
আফসোসটা রয়ে যাবে। 

অভিনেতা আরশ খানের ফেসবুক ওয়াল থেকে নেয়া। 

মুমু

×