ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

বইমেলায় পাওয়া যাচ্ছে আবদুল্লাহ সুজিতের আঁধার থেকে আলোর ভুবনে

মুহাম্মদ ওমর ফারুক

প্রকাশিত: ১৬:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় পাওয়া যাচ্ছে আবদুল্লাহ সুজিতের আঁধার থেকে আলোর ভুবনে

ছবিঃ সুজিত সুচন্দন (আবদুল্লাহ আল-আমিন) 

বইঃ  আঁধার থেকে আলোর ভুবনে, লেখক: সুজিত সুচন্দন (আবদুল্লাহ আল-আমিন), প্রকাশনাঃ নওমুসলিম ফাউন্ডেশন, পরিবেশনাঃ দাওয়াহ প্রকাশন, ব্লক-বি, ফকিরবাড়ি মার্কেট, মিরপুর-১০, বইমেলা পরিবেশনাঃ স্টল নং- ৭৬১-৭৬২, সন্দীপন প্রকাশনী

বইটি মূলত ধর্মপরায়ণ হিন্দু (বৈষ্ণব) পরিবারে জন্ম নেয়া এক শিক্ষিত হিন্দু যুবকের ১৫ বছরে বয়সে ইসলাম গ্রহণের গল্প।  দুনিয়ার ক্ষণিকালয়ে এক মুসাফিরের জীবন থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতার সন্নিবেশ ঘটেছে এক মলাটে; যা সত্যান্বেষী ও আলোর সন্ধানীদের সত্য অনুধাবনে মশাল হবে বলে মনে করেন লেখক। 

লেখক তার অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে বলেন, ক্যাডেট কলেজে ক্লাস সেভেন-এইটে পড়াকালীন বন্ধু-ভাইদের দীনি আড্ডা, ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য থেকে শুরু; ‘আমি কেন ইসলাম গ্রহণ করলাম’ বইটি পড়ে একজন হিন্দু কেন মুসলিম হয় তার উত্তর খোঁজা।  ইসলাম-কুরআন-কল্কি অবতার-হিন্দু ধর্মগ্রন্থসমূহ যাচাই-বাছাই-গবেষণা । লাইব্রেরিতে গিয়ে বেদ-এর রেফারেন্স যাচাই, পরিবারে মূর্তি পূজা নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা, খাঁটি হিন্দু হবার পণ, কুরআনের বঙ্গানুবাদ পড়ে মুগ্ধ হওয়া; সৃষ্টিকর্তার মনোনীত ও গ্রহণযোগ্য একমাত্র ধর্ম ইসলাম; ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম-মত-পথ কখনোই সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য হবে না- জানা, যাচাই করা, বিশ্বাস করা।  অতঃপর… ইসলামে আত্মসমর্পণ। রবের গোলাম হবার চেষ্টায়, মুসাফির বেশে, বন্ধুর গন্তব্য পানে…

 

বইঃ  আঁধার থেকে আলোর ভুবনে 

লেখক: সুজিত সুচন্দন (আবদুল্লাহ আল-আমিন) 

প্রকাশনাঃ নওমুসলিম ফাউন্ডেশন

পরিবেশনাঃ দাওয়াহ প্রকাশন, ব্লক-বি, ফকিরবাড়ি মার্কেট, মিরপুর-১০

বইমেলা পরিবেশনাঃ স্টল নং- ৭৬১-৭৬২, সন্দীপন প্রকাশনী

বাংলাবাজার পরিবেশনাঃ সন্দীপন প্রকাশনী

অনলাইন পরিবেশনাঃ (যাযাবর, ৪৭, বাংলাবাজার, ঢাকা;  

facebook.com/jazaborstore

01679-889690)

 রকমারি, ওয়াফি লাইফ

Edition: প্রথম প্রকাশ; February' 2025 

পৃষ্ঠা সংখ্যা:  ১২৮

ভাষা: বাংলা

nwf.org.bd

মুহাম্মদ ওমর ফারুক

×