ঢাকা, বাংলাদেশ   রোববার ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

গ্রন্থমেলায় উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৬:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

গ্রন্থমেলায় উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন

উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থ

উস্তাদ হাসান আলী খান স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন হয় অমর একুশে গ্রন্থমেলায়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলায় স্টল নম্বর ১৭২-১৭৩ এর সামনের চত্বরে স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন হয়। দেশের বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব শেখ সাদী খান পাঠ উন্মোচনের সূচনা করেন। 

স্মারকগ্রন্থ সম্পর্কে তিনি বলেন, 'তিতাস-মেঘনা-গোমতির সন্তান উস্তাদ হাসান আলী খানের সঙ্গীত জীবন নিয়ে তাঁর সুহৃদ, শিষ্য ও শুভার্থীদের লেখায় সাজানো হয়েছে গ্রন্থটি। এক কথায় এই গ্রন্থে রয়েছে আমাদের শিকড় সংস্কৃতির অমূল্য তথ্য।' তিনি খেদের সঙ্গে বলেন, 'বইমেলা কোন বৃন্দাবন নয়: আজকাল পাঠকের চেয়ে ভ্রমণ বিলাসীদের আনাগোনাই বেশী।' এসময় উপস্থিত ছিলেন পণ্ডিত মিন্টুকৃষ্ণ পাল, শিল্পী বিধু চৌধুরী, শিল্পী পারভীন সুলতানা, শিল্পী ও সাংবাদিক মো: শহিদুল্লাহ, সম্পাদনা পরিষদের সদস্য রফিক সুলায়মান,  শিল্পী করিম হাসান খান সহ উস্তাদ হাসান আলী খানের পরিবারের সদস্যবৃন্দ। 

স্মারকগ্রন্থে লিখেছেন হাসান আলী খানের ছাত্রছাত্রী, সুহৃদ এবং সঙ্গীতপ্রেমীরা। তাঁর কালে তিনি ছিলেন অত্যন্ত বিদগ্ধ সঙ্গীতগুণী এবং শিক্ষক। তাঁর ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছেন ড: সনজিদা খাতুন, আব্দুল আলীম, নীনা হামিদ,  ইন্দ্রমোহন রাজবংশী, মুজিব পরদেশী, আরিফ দেওয়ান প্রমুখ।

শহীদ

×