ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

মাস্টারমাইন্ড নিয়ে আসিফ ইন্তাজ রবির কবিতা

প্রকাশিত: ০০:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

মাস্টারমাইন্ড নিয়ে আসিফ ইন্তাজ রবির কবিতা

তুমি কেউ না।

তুমি অবশ‍্যই মাস্টারমাইন্ড না।

যার একটা পা উড়ে গেছে

যার দুটো চোখ গেছে

যার প্রাণ গেছে

বেচে আছে কেবল তার

স্ত্রী/ বাবা/ মা/ ছেলে/ মেয়ে

কেবল সে মাস্টারমাইন্ড।

তোমরা কেউ না।

প্লিজ্, বাংলাদেশকে এদের হাতে তুলে দাও।

শান্তি এবং শৃঙ্খলার ফয়সালা করে দাও।

হে আল্লাহ।

আর কিছু চাই না।

fake hero দের হাত থেকে বাংলাদেশকে বাচাও।

সাজিদ

×