ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

শিশুদের মোবাইল-ট্যাব থেকে সরাতে না পারলে সাহিত্য টিকে থাকবে না: কাদের বাবু

প্রকাশিত: ২২:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শিশুদের মোবাইল-ট্যাব থেকে সরাতে না পারলে সাহিত্য টিকে থাকবে না: কাদের বাবু

ছবি: সংগৃহীত

শিশুসাহিত্যিক, ছড়াকার ও সাংবাদিক কাদের বাবু বলেছেন, "শিশুদের যদি মোবাইল-ট্যাবের আসক্তি থেকে সরানো না যায়, তাহলে সাহিত্য টিকে থাকা কঠিন হয়ে পড়বে।"

তিনি বলেন, শিশুদের মনস্তত্ত্ব বোঝা ছাড়া শিশুদের জন্য লেখা সম্ভব নয়। যারা দীর্ঘদিন ধরে শিশুসাহিত্য চর্চা করছেন, তারা মূলত শিশুদের মানসিকতা বুঝেই সাহিত্য রচনা করেন।

তিনি আরও বলেন, শিশুসাহিত্য লেখার ক্ষেত্রে বয়সভেদে ভাগ রয়েছে। একদম ছোট শিশুদের জন্য এক ধরনের সাহিত্য, আবার কিশোর ও টিনেজদের জন্য ভিন্ন ধরনের সাহিত্য লেখা হয়। টিনেজদের জন্য সাহিত্য হতে হয় রঙিন, কল্পনাবিলাসী ও তাদের মানসিকতার সঙ্গে মানানসই। রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, "এই বয়সের মতো বালাই আর নেই," যা টিনেজদের মনস্তত্ত্ব বোঝার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা।

বাংলাদেশে শিশুসাহিত্য প্রকাশনায় অগ্রগামী প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে অন্যতম ‘বাবুই’। এই প্রকাশনী ছোটদের জন্য বই প্রকাশের পাশাপাশি, কিশোরদের জন্যও বই প্রকাশ করে থাকে। কাদের বাবু বলেন, "শিশুসাহিত্য প্রকাশের মূল উদ্দেশ্য হলো শিশুদের মানসিক বিকাশ ঘটানো ও তাদের পাঠাভ্যাস গড়ে তোলা। কারণ যদি শিশুদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে না ওঠে, তাহলে ভবিষ্যতে পাঠকশ্রেণী তৈরি হবে না।"

তিনি আরও বলেন, "আগে ভূতের গল্পের মতো সাধারণ বিষয়গুলোই শিশুদের আকৃষ্ট করত, কিন্তু এখন বিষয়ভিত্তিক কনটেন্টের চাহিদা বেড়েছে। পাঠকরা এখন মহাকাশ, প্রজাপতি বা বিজ্ঞানবিষয়ক বইয়ের খোঁজ করে। তাই লেখকদের বিষয়বস্তুর গভীরে যেতে হয়। একইসঙ্গে, বইগুলোকে আরও আকর্ষণীয় ও রঙিন করতে হয়, কারণ শিশুরা এখন বেশি ছবি দেখে এবং কম লেখা পড়তে চায়।"

বর্তমান যুগে মোবাইল ও ট্যাব ব্যবহারের কারণে শিশুরা বই থেকে দূরে সরে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন কাদের বাবু। তিনি বলেন, "এটি একটি বড় চ্যালেঞ্জ। আমাদের সন্তানদের জন্য হলেও এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। শিশুদের জন্য এমন বই তৈরি করতে হবে, যা তাদের আকৃষ্ট করতে পারে।" তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, তারা যেন নিজেদের সন্তানদের জন্য মানসম্পন্ন শিশুসাহিত্য সংগ্রহ করেন, যাতে তারা পাঠাভ্যাস গড়ে তুলতে পারে।

শিশুসাহিত্য চর্চার ক্ষেত্রে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এখন গ্রামার, বিষয়বস্তু এবং পাঠকদের মনস্তত্ত্ব বিবেচনা করে লেখালেখি করা হচ্ছে। ফলে মানসম্পন্ন শিশুসাহিত্য প্রকাশের ধারা অব্যাহত রয়েছে।"

ভিডিও দেখুন: https://youtu.be/G_rWmezas3U?si=_r-55kOq_YJ48MMA

এম.কে.

×