ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

অণুগল্পের ঘোড়া" চরিত্রগুলো বাস্তবেও সমাজে দেখা যায়

শরিফুল রোমান: 

প্রকাশিত: ০১:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

অণুগল্পের ঘোড়া

 


গল্পের চরিত্রগুলো বাস্তবের এতটাই কাছাকাছি যে মনে হয়, এদের কোথাও না কোথাও দেখা হয়েছে। গল্পের ভেতরে লুকিয়ে থাকে আরও অনেক গল্পের সন্ধান। একজন গল্পকার শুধু চরিত্র সৃষ্টি করেন না, বরং জীবনের টুকরো টুকরো মুহূর্তগুলোকে কাগজের পাতায় বন্দি করেন, পাঠককে নিয়ে যান বাস্তবতার গভীরে কিংবা কল্পনার অতল গহ্বরে। 
মাহফুজ রিপন, সেই গল্পকারদের একজন, যিনি অনুগল্পের ভেতরে লুকিয়ে থাকা আরও অনেক গল্পের সন্ধান দেন। জীবনের চেনা-অচেনা পরতগুলোর মধ্যে থেকেও গল্প তুলে আনতে সিদ্ধহস্ত । 
এবারের বইমেলায় স্বপ্ন-৭১ থেকে প্রকাশিত হয়েছে তাঁর ‘অনুগল্পের ঘোড়া’। নাম শুনেই বোঝা যায়, এটি লেখকের নিজস্ব নির্বাচিত অনুগল্পের এক সংকলন।
যেকোনো সৃষ্টিশীল মানুষের মতোই তিনি নিশ্চিতভাবে জানেন, গল্পের তালিকা যত বড় হবে, ততই নতুন কোনো গল্পের জন্য জায়গা করে দিতে হবে। পাঠক নিমগ্ন হয়ে যান গল্পের গভীরে।
মাহফুজ রিপন কেবল গল্প লেখেন না, তিনি কবিতা ও লেখেন। তাঁর গল্পের ভাষা সাবলীল, চরিত্রগুলো বাস্তবের এতটাই কাছাকাছি যে মনে হয়, এদের কোথাও না কোথাও দেখা হয়েছে। তাঁর লেখায় হাস্যরসের সূক্ষ্ম মোচড় আছে, আছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর গভীর মানবিক অনুভূতি।
বইয়ের প্রচ্ছদ করেছেন রাজদীপ পুরী।  মাহফুজ রিপন যাপিত জীবনের অনুগল্পগুলোকে দুই মলাটে বন্দি করেছেন, সুনিপুণ হাতে। এখন শুধু পাঠকের অপেক্ষা— অণুগল্পের ঘোড়া পাঠের জন্য!

শরিফুল রোমান 
শিক্ষক ও সংবাদ কর্মি

সাজিদ

×