![তসলিমা নাসরিনের বই রাখায় অমর একুশে বইমেলায় স্টল ভাঙচুর তসলিমা নাসরিনের বই রাখায় অমর একুশে বইমেলায় স্টল ভাঙচুর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/21-2502101329.jpg)
ছবিঃ : ভিডিও থেকে সংগৃহীত
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা ও বিক্রির অভিযোগে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলায় দুর্বৃত্তরা একটি স্টল ভাঙচুর করেছে। জানা গেছে, লেখিকার ‘চুম্বন’ বই রাখার অভিযোগে এই ঘটনা ঘটেছে।
স্টলটির নাম সব্যসাচী, যা বইমেলার ১২৮ নম্বর স্টল।
এর আগে আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সব্যসাচীর প্রকাশক ও অভিনেত্রী সনজানা মেহেরান বলেন, প্রতি বছর তিনি তসলিমা নাসরিনের বই প্রকাশ করেন এবং বইমেলায় বিক্রি করেন। তবে বাংলাদেশে তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় তিনি কিছু হুমকিও পান। তবে অতীতে সেগুলো মারাত্মক আকার ধারণ করেনি। এ বছরও তিনি তসলিমার ‘চুম্বন’ বইটি প্রকাশ করেছেন এবং এর পর থেকে একের পর এক হুমকীবার্তা আসছে তার কাছে।
রেজা