ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কোথায় তোমার গ্রাম ? 

প্রকাশিত: ১৭:১৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

কোথায় তোমার গ্রাম ? 

যেথায় শর্ষে ফুলের হলুদ শাড়িতে,  
মা জননী হাসে,  
সেথায় আমার গ্রাম।
যেথায় লিচু ফুলে মৌমাছি নাচে,
সেথায় আমার গ্রাম।


যেথায় ধানের ফুলের গন্ধ বাতাসে ভাসে,
সেথায় আমার গ্রাম।
যেথায় রক্তিম শিমুল ফোটে,
সেথায় আমার গ্রাম।


যেথায় আবাল,বৃদ্ধ পুকুরে গোসল করে, 
সেথায় আমার গ্রাম।
যেথায় মা মাসি এক ঘরে থাকে 
সেথায় আমার গ্রাম।


যেথায় কালবৈশাখীর ঘন কালো মেঘ দেখে শিশু হাসে,
সেথায় আমার গ্রাম। 
যেথায় দুরন্ত শিশু
মায়ের আচোলে ঘাম মুছে
সেথায় আমার গ্রাম।


যেথায় বাবা ছেলে 
সকাল সন্ধ্যা মাটি শাসন করে
সেথায় আমার গ্রাম।
যেথায় শিশু কিশোর এক সাথে খেলে
সেথায় আমার গ্রাম।


যেথায় টিনের চালে, 
ঝর ঝর বৃষ্টি ঝরে, 
সেথায় আমার গ্রাম।
যেথায় গোধূলি লগ্নে
লক্ষ্মী মা গোসল করে,
সেথায় আমার গ্রাম। 
                            
                            
কবি: মোঃ জুয়েল রানা
শিক্ষার্থী
ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় ।

ফারুক

×