ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

একুশের বইমেলায় মোড়ক উন্মোচন সাবরিনা শুভ্রার ’বাংলার অগ্নিকন্যরা’ বইয়ের

ফুয়াদ হাসান।

প্রকাশিত: ০০:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫

একুশের বইমেলায় মোড়ক উন্মোচন সাবরিনা শুভ্রার ’বাংলার অগ্নিকন্যরা’ বইয়ের

অমর একুশে বইমেলা ২০২৫ এ , একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে  বিশিষ্ট লেখক, গবেষক, অনুবাদক সাবরিনা শুভ্রা অনুদিত ও সম্পাদিত "বাংলার অগ্নিকন্যরা" বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এ বিষয়ে লেখক সাবরিনা শুভ্রা বলেন, ১৯০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আন্দোলন,যুদ্ধ-সংগ্রামে রাজপথে যেসব নারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আন্দোলন- সংগ্রামে সম্পৃক্ত ছিলেন, সেইসব জাতীয় বীরাঙ্গনা অগ্নিকন্যাদের কথাগুলোই তিনি তাঁর বইয়ে তুলে এনেছেন।

তারামন বিবি, ক্যাপ্টেন সীতারা বেগম, বীরকন্যা প্রীতিলাত, কল্পনা দত্ত, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে লেখিকা আরো বলেন মূলত সেইসব অগ্নিকন্যাদের সাথে সাথে জুলাই বিপ্লবের অগ্নিকন্যাদের কথাও তিনি তাঁর বইয়ে তুলে ধরেছেন।

এ বিষয়ে প্রধান অতিথি ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ  বলেন,  পৃথিবীর প্রথম থেকে এই পর্যন্ত নারীদের সকল ক্ষেত্রেই অবদান রয়েছে। 

নারীরা একেক জন অগ্নিকন্যা উল্লেখ করে শামা ওবায়েদ রহমান আরো বলেন, একজন গার্মেন্টস কর্মী থেকে কৃষাণী সকলেই একেকজন অগ্নিকন্যা। 

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, নারী এমন একজন যে রান্না করে, ঘর দেখে, সংসার সামলে বইলেখে, রাজনীতি করে, পৃথিবীর মানুষকে ফেইস করে, এইটা অনেক বড় ব্যাপার। নারীদের আল্লাহ সন্মানিত করেছেন একজন মা হিসেবে, জন্মদাতা হিসেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়  নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ,সেলিমুজ্জামান সেলিম , কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী-, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয়  কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন, গোপালগঞ্জ মহিলা দল সভানেত্রী রওশন আরা রত্না, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা দক্ষিণ সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এড আরিফা সুলতানা রুমাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, লেখক সাবরিনা শুভ্রার বইটি বইমেলার ২৬৫ নং স্টলে পাওয়া যাবে।

নুসরাত

×