![একুশে বইমেলায় আসছে আরমান হোসাইনের প্রথম কাব্যগ্রন্থ! একুশে বইমেলায় আসছে আরমান হোসাইনের প্রথম কাব্যগ্রন্থ!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-06-at-114154-PM-1-2502091315.jpeg)
ছবি: দৈনিক জনকণ্ঠ
এবারের একুশে বইমেলা-২০২৫ এ আসছে লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সাবেক শিক্ষার্থী আরমান হোসাইনের প্রথম কাব্যগ্রন্থ “বলতে এসেছি, ভালবাসতে নয়।”
আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ‘মাতৃভাষা প্রকাশ’ প্রকাশনী (স্টল নম্বর: ৩৩৮-৩৯-৪০) থেকে পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবেন। বইটির প্রচ্ছদ করেছেন রবিন হোসেন হৃদয়।
“বলতে এসেছি, ভালবাসতে নয়” সম্পর্কে বলতে গিয়ে তরুণ এই কবি কাব্যিক ভাষায় বলেন,
মানুষের তো কত কথাই থাকে
সুখের কথা, দুঃখের কথা
বিরহ ও প্রেমের কথা
শোকের কথা, ব্যথার কথা
প্রণয় ও বিচ্ছেদের কথা-
কথার যেন শেষ হয় না আর।
অথচ কি অবাক করা কথা তার
ভালোবাসি বলেও শেষ হয়ে যায় ভালোবাসা!
এর আগে একুশে বইমেলাতে লেখকের যে বইগুলো প্রকাশিত হয়েছে তা হলো- অন্তরালে (উপন্যাস), ধুমকেতু (উপন্যাস), কোয়েলিকা (গল্পগ্রন্থ), হাইকোর্ট (উপন্যাস) এবং জোৎস্নার ওপারে (উপন্যাস)।
শিহাব