![সুদর্শন পুরুষের দিকে আমি আর তৃষ্ণার্থ চোখে তাকাই না! কেন এমন বললেন তসলিমা নাসরিন? সুদর্শন পুরুষের দিকে আমি আর তৃষ্ণার্থ চোখে তাকাই না! কেন এমন বললেন তসলিমা নাসরিন?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-0_17-3-54-2502091108.jpg)
ছবিঃ সংগৃহীত
প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি নতুন কবিতা প্রকাশ করেছেন, যেখানে তিনি পুরুষের প্রতি তার আকর্ষণহীনতার কথা ব্যক্ত করেছেন। কবিতায় তিনি উল্লেখ করেন:
"সুদর্শন পুরুষের দিকে আমি আর তৃষ্ণার্থ চোখে তাকাই না। আমার আর মনে হয় না কোন পুরুষের সঙ্গে ব্যক্তিগত গদ্য, পদ্য, কিছু বাকি আছে আমার। মান অভিমান বাকি আছে, হাতে হাত ধরে কাঠগোলাপের বাগানে হাঁটাহাঁটি বাকি আছে। পুরুষের সঙ্গে কবেই তো চুকে বুকে গেছে সব হিসেব-নিকেশ করে কবেই তো হালকা করেছি বোঝা। শুধু বাকি জীবনটুকু পিঠে নিয়ে হাঁটছি পৃথিবীতে।"
এই কবিতায় তসলিমা নাসরিন তার জীবনের অভিজ্ঞতা ও অনুভূতির প্রতিফলন ঘটিয়েছেন, যা পাঠকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। কবিতাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়িয়েছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1AyqtNC43g/
মারিয়া