ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে বইমেলায় মিতা আলীর প্রথম উপন্যাস ‘আকর’

প্রকাশিত: ০৮:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৮:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে বইমেলায় মিতা আলীর প্রথম উপন্যাস ‘আকর’

বইমেলায় মিতা আলীর প্রথম উপন্যাস ’আকর’

অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক মিতা আলীর প্রথম উপন্যাস ‘আকর’। যা ইতিবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। মেলায় বইটি পাওয়া যাচ্ছে ৪৫৯ নাম্বার স্টলে ।  

লেখকের মতে, ‘আকর’ এক বন্দী সময়ের কথা বলে। ২০১৯ সাল থেকে ২০২৩ সালের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা, বিশেষ করে আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং করোনা মহামারির মতো ঘটনাগুলো এতে উঠে এসেছে। সমাজের তরুণ প্রজন্মকে কীভাবে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করা হয় এবং এর প্রভাব কীভাবে গভীরভাবে ছড়িয়ে পড়ে, তা উপন্যাসটির কেন্দ্রীয় বিষয়বস্তু।  

মিতা আলী বলেন, “সরকার ও রাজনীতির যে অসংগতি ‘আকর’-এ তুলে ধরা হয়েছে, তা আজ প্রমাণিত সত্য।” তিনি আরও জানান, এই উপন্যাসে মা ও সন্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একজন আলোকিত মানুষের প্রস্তুতি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার স্বপ্নের প্রতিচ্ছবি দেখা যাবে।  

লেখক মিতা আলী। দাপ্তরিক নাম আলো আরজুমান বানু। তিনি একজন শিক্ষক। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক।

'আকর' মিতা আলীর একটি নিরীক্ষণধর্মী লেখা। কবিতা, ছোটগল্প, ভ্রমণ-কাহিনীসহ সাহিত্যের প্রায় সকল শাখায় তাঁর বিচরণ। ইতিহাস-ঐতিহ্য বিষয়ে একাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দেশি-বিদেশি গবেষণা জার্নালে।

সংস্কৃতিক কর্মকাণ্ডেও মিতা আলীর সরব পদচারণা। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল ও বিভাগের খেলাধুলা এবং সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়নসহ রয়েছে অনেক পুরস্কার।

পুত্র সামিন, কন্যা শেহরীণ এবং তাদের বাবা প্রফেসর ড. এম ছিদ্দিকুর রহমান খানকে নিয়ে মিতা আলীর একান্ত ভুবন।

আশিক

সম্পর্কিত বিষয়:

×