
ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলা ২০২৫-এ পাওয়া যাচ্ছে ‘মুরুব্বী মুরুব্বী’, যা মজার সব জোকস ও রসবোধে ভরপুর একটি কমেডি বই। বইটি প্রকাশ করেছে গতিধারা প্রকাশন।
বইটির লেখক স্ট্যান্ড আপ কমেডিয়ান মিজানুর রহমান ঋজু জানান, বইটিতে চারপাশের নানা মজার ঘটনা কল্পিত মুরুব্বীর রসিকতা ও বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মুরুব্বী নিজে হাসেন, অন্যকে ফাঁসান এবং হাসান। তার হাসি অকৃত্রিম, অফুরন্ত এবং অনাবিল আনন্দের উৎস।
গতিধারার স্বত্বাধিকারী সাদমান শাহরিয়ার অমিয় বলেন, যারা হাসতে ভুলে গেছেন, তাদের জন্য বইটি এক দারুণ টনিক হবে। বইমেলায় এমন ব্যতিক্রমী কমেডি বই সৌন্দর্য আরও বাড়াবে।
উল্লেখ্য, এটি লেখকের তৃতীয় বই। আগের দুটি বইও পাঠকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
তাবিব